মু্ম্বইয়ের স্কুলে একযোগে করোনা আক্রান্ত ১২ পড়ুয়া

স্কুল বন্ধ, টিচার রা বাড়ি বসে মাইনে পাচ্ছে, সরকার শিক্ষা ব্যাবস্থা শেষ করে দিচ্ছে, এসব কথা বার বার স্যোসাল মিডিয়ায় বারবার আলছনা দেখা যায়। কিন্তু সরকার যে ঠিক পথেই আছে সেটা আরেকবার প্রমান হল। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এখন স্কুল খলেনি সরকার। অন্যদিকে স্কুল খুলেই বিপত্তি। দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই এবার দেশে পুরোমাত্রায় চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর তাতেই গোটা দেশে নতুন করে বাড়ছে উদ্বেগ। মনে পড়ে যাচ্ছে করোনাকালের শুরু সময়ের কথা। মনে পড়ে যাচ্ছে স্কুলে যাওয়া কাতারে কাতারে পড়ুয়াদের করোনা আক্রান্ত হওয়ার কথা। এবার সেই একই ছবি ফিরে এল মুম্বইয়ে। মু্ম্বইয়ের স্কুলে একযোগে করোনা আক্রান্ত ১২ পড়ুয়া, এর পর ও কি স্কুল খোলা উচিৎ? কি অনে হয়?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment