এখনই উপনির্বাচন চায় না বিজেপি (BJP)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন হতে পারে না। নইলে পুরসভার ভোট হত। বিয়েবাড়িতে ৫০০ লোক খাওয়ানোর ইচ্ছা আছে অথচ ৫০-র বেশি অনুমতি নেই। স্কুল-কলেজ, লোকাল ট্রেন বন্ধ। লোকের উপার্জন নেই। তাহলে কীভাবে নির্বাচন হবে? পরিবেশই নেই। এ দিন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে রাজ্যের কোভিড-পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূল সাংসদরা। তাঁরা দাবি করেছেন, সাত বিধানসভা কেন্দ্রে কোভিড সংক্রমণ নিম্নগামী। দ্রুত ভোট করানো হোক। তবে তৃণমূলের তথ্যে ভরসা করছেন না দিলীপ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতির কথায়,’গতবার কোভিড সংক্রমণের সংখ্যা লুকিয়ে রাখা হয়েছিল। উপনির্বাচন করার জন্য সংখ্যা কমিয়ে দেখাচ্ছে না তো? তাহলে কেন লোকাল ট্রেন চলছে না। কেন পুরভোট হচ্ছে না? এ তো পরস্পরবিরোধী। আগে স্বাভাবিক হোক পরিস্থিতি। তারপর নির্বাচন।