ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বেড়েছে Online Banking Frauds বা ব্যাংক জালিয়াতির মতো ঘটনা। আর মানুষ কে যতই সতর্ক করানো হচ্ছে RBI এর পক্ষ থেকে, ঠিক ততোই যেন নিত্য নতুন প্রতাড়নার ফাঁদ আবিষ্কার করছে (Recent Banking Frauds in India) অনলাইন ফ্রড জালিয়াতরা। আর এর সাথে যুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এক বা একাধিক প্রতারক চক্র। এক সময় গ্রাহক কে ফোন করা হতো, তারপর OTP দিলেই একাউন্টের টাকা চলে যেত। এরপর আসে লিংক। সেই লিংকে ক্লিক করলে টাকা কাটা যেত আর এবার আরও আধুনিক পন্থা Online Banking Frauds বের করেছে। তাই গ্রাহকদের ফের সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক। তাই নিজে সতর্ক হোন এবং এই পোষ্ট টি দ্রুত শেয়ার করে পরিজনদের সতর্ক করুন।
প্রযুক্তির ছোঁয়া সর্বত্র। দুনিয়া এখন ডিজিটাল। ঘরে বসেই অনলাইনে সব কাজ করে ফেলা সম্ভব। ব্যাংকিং সেক্টরও তার বাইরে নয়। ব্যাংকিং সেক্টরে ডিজিটাইজেশন হওয়ায় বহু সুবিধা হয়েছে মানুষের। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে মিনিমাম ব্যালেন্স জেনে নেওয়া, নতুন অ্যাকাউন্ট খোলা, দেশের যেকোনো জায়গা থেকে লেনদেন করা, সবকিছুই এক নিমেষে করা যাচ্ছে অনলাইনে। ফলে আর আগের মত সমস্যা নেই। কিন্তু এর পাশাপাশি বেড়েছে জালিয়াতি, Online Banking Frauds এবং সাইবার অপরাধের মতো ঘটনা।
ব্যাংকিং ব্যবস্থা যেমন উন্নত হচ্ছে ঠিক তেমনি জালিয়াতরাও কৌশল বদলে ফেলছে। আর অনলাইন হওয়ার কারণে বহু মানুষ এই Online Banking Frauds বা জালিয়াতির শিকার হন। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং মেসেজ এর মাধ্যমে গ্রাহকদের সতর্ক করে ব্যাংকগুলি। আর এবার আরও আধুনিক ও নতুন জালিয়াতি নিয়ে সাবধান করলো RBI. নিজের ও পরিচিতদের সুবিধার্থে নিজে জানুন ও অন্যকে জানাতে শেয়ার করুন।
তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি হ্যান্ডবুক প্রকাশ করে জানিয়েছে, জালিয়াতরা নিত্যদিন মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য নতুন নতুন কৌশল বের করছে। কিভাবে ডিজিটাল ক্ষেত্রে এই জালিয়াতদের হাত থেকে বাঁচা যায় Online Banking Frauds বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে এই হ্যান্ডবুকে। এই হ্যান্ডবুক আপনি রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন।
Online Banking Frauds কি কি ভাবে হতে পারে?
এখানে বলা হয়েছে, আপনার ইলেক্ট্রিক লাইনের কথা বলে, কিম্বা আপনি যেখানে কাজ করেন, কিম্বা আপনার মোবাইল নম্বরের সাথে যে UPI App গুলো লিংক আছে সেগুলো জেনে, এমনকি আপনার WhatsApp নম্বর বা আধার নম্বর জানলেই আপনাকে একটি পেমেন্ট গেটওয়ে পাঠানো সম্ভব। যেখানে হয়তো আপনি অন্য কোনও বিষয় দেখলেন। কিন্তু ব্যাক লিংকে অন্য কিছু আছে।
অর্থাৎ হয়তো আপনি দেখলেন ফ্রি টকটাইম কিম্বা ক্রিসমাস অফার, কিন্তু ক্লিক করলেই দেখলেন আপনার কোনও তথ্য চাওয়া হচ্ছে কিম্বা কোনও অ্যাপ ডাউনলোড করতে, কিম্বা ফোন এর কোনও আক্সেস চাইলো। মনে রাখবেন লোভের ফাঁদে পড়ে কোনও অফারে ক্লিক করবেন না। ফ্রিতে কেউ কিছু দেয়না। উল্টে আপনার একাউন্ট ফাঁকা হয়ে যাবে। এই বিষয়ে একাধিক বার সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক। কি কি করবেন না জেনে নিন।
LPG Gas বা রান্নার গ্যাস চুরি ও সিলিন্ডারে কম দেওয়া চলবে না, কড়া ব্যবস্থা নিলো সরকার।
গ্রাহকদের বলা হয়েছে, কখনোই টাকা পয়সার লেনদেনের সময় OTP এবং CVV-র মতো তথ্য কারো সঙ্গে শেয়ার না করতে। সাইবার ক্রাইম এড়াতে কারো সঙ্গেই কার্ডের CVV এবং OTP শেয়ার করা যাবে না। RBI স্পষ্ট করে জানিয়েছে, ব্যাঙ্ক কখনোই ব্যক্তিগত তথ্য চায় না। তাই ব্যাংকের পরিচয় দিয়ে কেউ ফোন করলেও নিজের কোনো তথ্য শেয়ার করবেন না।
RBI-এর হ্যান্ডবুকে ডিজিটাল ক্ষেত্রের জালিয়াতি এড়ানোর জন্য গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Written by Rajib Ghosh.