এই সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI রিজার্ভ ব্যাংক। টাকা তোলায় নিষেধাজ্ঞা।

নিয়ম না মানায় একের পর এক ব্যাংকের লাইসেন্স বাতিল (RBI cancelled Bank license) করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India). কারণ হিসেবে সেই সমস্ত ব্যাংকের মূলধন নেই এবং পর্যাপ্ত পরিমাণে উপার্জন করার কোনো রাস্তা নেই সেটাই জানানো হয়েছে। RBI এর তরফে দেশের সমস্ত ব্যাংকের উপরেই নজরদারি চালানো হয়।

কোনো কারণবশত ব্যাংক যদি RBI এর দেওয়া নিয়মকানুন লংঘন করে তাহলে সেই ব্যাংকের উপরে কড়া পদক্ষেপ গ্রহণ করে রিজার্ভ ব্যাংক (RBI cancelled Bank license). এর আগেও একাধিক কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স নিষিদ্ধ করে দিয়েছে আরবিআই। তবে ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হলে সেই সমস্ত ব্যাংকে যে সমস্ত গ্রাহকেরা লেনদেন করতেন তারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হন।

কোন ব্যাংকের লাইসেন্স বাতিল

এবার RBI- এর তরফে মহারাষ্ট্রের লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করার ফলে গ্রাহকদের লেনদেন বন্ধ হয়ে গিয়েছে। ফলে তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন। তবে নিয়ম অনুযায়ী সমস্ত গ্রাহককে তাদের ৫ লক্ষ টাকা আমানত পর্যন্ত জমা অর্থরাশি ফেরত দেওয়া হবে আর বি আই এর তরফে। কিন্তু যদি কোনো গ্রাহকের ৫ লক্ষ টাকার বেশি অর্থরাশি আমানতে জমা থাকে তাহলে তিনি ৫ লক্ষ টাকার উপরে বেশি টাকা পাবেন না।

ভোটার লিস্ট 2023 – থেকে কাটা গেলো অনেক নাম।

DICGC-র তত্ত্বাবধানে সমস্ত গ্রাহকই ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেয়ে যাবেন। তবে এর বেশি টাকা অ্যাকাউন্টে জমা থাকলেও তিনি তা পাবেন না। শুধুমাত্র মহারাষ্ট্রের লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক নয়, পুণেভিত্তিক রুপি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্সও বাতিল করে দিয়েছে RBI এই ব্যাংকেরও পর্যাপ্ত মূলধন নেই এবং উপার্জন করার কোনো পথ নেই। সেই কারণেই ২২ সেপ্টেম্বর আর বি আই এর তরফে এই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে।

কিভাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা ফেরত পেতে পারেন:
১৯৪৯ সালের ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী ১১(১) এবং ২২ (৩) (ডি)র ধারা এবং ১৯৪৯ সালের ৫৬ নম্বর ধারাগুলি মেনে চলা হয়নি। এছাড়াও ব্যাংকগুলি ২২(৩) (এ), ২২ (৩) (বি),২২ (৩)(সি), ২২ (৩) (ডি), ২২ (৩) (ই) এই ধারাগুলি মেনে চলেনি। ১৯৬১ সালের আইন অনুযায়ী ব্যাংকগুলির লাইসেন্স বাতিল হয়ে গেলে সমস্ত গ্রাহক তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের জমা রাশি ফেরত পেয়ে যাবেন।

রেশন কার্ডের নতুন চমক, দেশের যেকোনো দোকান থেকে তুলতে পারবেন রেশন, শুধু করতে হবে ছোট্ট একটি কাজ।

ব্যাংক সুত্রে জানা গেছে পশ্চিমবঙ্গের মোট ১২৭৩ জনের এই ব্যাংকে একাউন্ট রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংক কে ও নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে NPA এসেট এর ভারসাম্য ঠিক করতে। অতিমারী পরিস্থিতির পর এই নিয়ে ৭টি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক। মনে রাখবেন, কোনও ব্যাংক বন্ধ হয়ে গেলে একাউন্টে যত টাকাই থাক, ৫ লাখ টাকার বেশি ফেরত পাবেন না।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment