ব্যাংক একাউন্টে একটি টাকা না থাকলেও প্রয়োজনে ১০০০০ টাকা অবধি তুলতে পারবেন। এই সুবিধা দেওয়া হয়েছে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। সাধারণত Bank Account এ আপনার যে পরিমাণ টাকা থাকবে মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্টে জমা রেখে আপনি টাকা তুলতে পারবেন। তার বাইরে টাকা তোলা সম্ভব নয়।
প্রতিটি ব্যাংকেই সেভিংস ব্যাংক একাউন্টে টাকা জমানোর ক্ষেত্রে একটি মিনিমাম ব্যালেন্সের (Minimum Balance) নিয়ম রয়েছে। সেই নিয়ম বজায় রেখে প্রয়োজন অনুযায়ী টাকা তোলা সম্ভব। তবে যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেখানে আপনার একটি টাকা না থাকলেও আপনি আপনার প্রয়োজনে 10000 টাকা পর্যন্ত তুলতে পারবেন।
ব্যাংক একাউন্ট থেকে কিভাবে ১০০০০ টাকা তুলবেন?
যে Bank Account থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে সেটি হল জনধন যোজনা প্রকল্পের অধীনে শুরু করা হয়েছিল যে ব্যাংক একাউন্টগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে এই জনধন যোজনা অ্যাকাউন্টের কথা ঘোষণা করেন। ২০১৮ সালের ২৮ শে আগস্ট জনধন যোজনা প্রকল্প শুরু হয়।
২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত জনধন যোজনা ব্যাংক একাউন্টের সংখ্যা ৪১.৬ কোটি দাঁড়িয়েছে। এই মুহূর্তে যাদের জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারাই এই সুবিধা পেতে পারেন অর্থাৎ এই অ্যাকাউন্টে একটি টাকা না থাকলেও ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।
১০ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন পরিচয় পত্রের প্রয়োজন হয়। জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খুললে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। সেগুলো কি কি?
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিলছে নভেম্বরেই, রিপোর্ট প্রকাশ হল।
জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্টে কোনোরকম মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) বজায় রাখার প্রয়োজন হয় না। এই অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা পাওয়া যায়। ৩০ হাজার টাকার লাইফ কভার পাওয়া যায়। ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট পাওয়া যায়। এই অ্যাকাউন্টে Rupay ATM Card দেওয়া হয়। যাতে ATM থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যায়।
LPG গ্যাস সিলিন্ডার ব্যবহারে নতুন নিয়মে বেশ সমস্যায় গ্রাহকেরা।
যেকোনো ব্যাংকেই জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে কোনো রকম চার্জ দিতে হয় না। এই রকম আরও তথ্য পেতে EK24 News ওয়েবসাইট ফলো করুন।
Written by Rajib Ghosh.
রেশন কার্ডে মাত্র 100 টাকাতেই মিলবে সারামাসের মুদিখানা বাজার, চাল, ডাল, তেল, নুন সব দেবে সরকার।