প্রাইমারী টেট ২০২২ (Primary TET 2022) পরীক্ষা দিতে চলেছেন? কোন বিষয়, কিভাবে প্র্যাকটিস করলে সফল হবেন, রইল কিছু জরুরি টিপস। মন্ত্রের মতো কাজে লাগান।
শুরু হয়ে গেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ বেশ কয়েক বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই পরীক্ষা যে সমস্ত চাকরিপ্রার্থীরা দিতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হল।
প্রাইমারী টেট ২০২২ প্রস্তুতি – WB Primary TET 2022:
প্রাইমারি টেট ২০২২ পরীক্ষা দেওয়ার জন্য ১৪ অক্টোবর থেকে অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আবেদন করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত। DEled কোর্স করা থাকলে প্রাইমারি টেট এর জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WB Primary TET 2022 অপশনে লগইন করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রাইমারী টেট ২০২২ পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কিভাবে নেবেন:
যেকোনো পরীক্ষার আগেই একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। টেট পরীক্ষা দেওয়ার আগে একটা রুটিন তৈরি করে নিন। সেই রুটিন অনুযায়ী প্রস্তুতি শুরু করুন।
১. সকালবেলায় পড়ার রুটিনে ইংরেজি এবং মনোবিজ্ঞান বিষয়টি রাখুন।
২. দুপুরবেলায় অংকের প্র্যাকটিস করুন।
৩. সঙ্গে পরিবেশ সংক্রান্ত বিষয়টিও রেখে দিন।
৪. সিলেবাস অনুযায়ী পড়ার প্রস্তুতি হয়ে গেলে মক টেস্টের জন্য প্র্যাকটিস শুরু করে দিন।
প্রাইমারী টেট ২০২২ TET পরীক্ষার আগে জরুরী Tips:
পরীক্ষা দেওয়ার আগে মানসিকভাবে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখুন। সঙ্গে শারীরিক দিকেও যত্ন নেওয়া প্রয়োজন। পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্ন নিয়ে খুব তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন ভালো করে দেখে নিয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। প্রাইমারী টেট ২০২২ পরীক্ষার হলে অযথা ভয় পাবেন না। তাহলে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলেও লেখার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। পরীক্ষার আগে মানসিক শক্তি বাড়িয়ে তুলুন। অযথা নার্ভাস হয়ে যাবেন না। সফল হবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।
প্রাইমারী টেট ২০২২ পরীক্ষায় সফল হওয়ার কিছু Tricks:
১. সম্পূর্ণ সিলেবাস জেনে নিন এবং সেইভাবে প্রস্তুতি শুরু করুন।
২. আগের বছরের প্রশ্নপত্রগুলো অনুশীলন করুন।
৩. পড়ার বিষয়গুলোকে নিয়মিত স্টাডি করুন।
৪. সিলেবাস অনুযায়ী পড়ার পরে সেগুলোকে খাতায় নোট ডাউন করুন। তাহলে পরবর্তীতে সেই খাতা দেখে অনুশীলন করতে সুবিধা হবে।
৫. পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অনুশীলন করুন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই।
৬. অংক প্র্যাকটিস করার জন্য বেশি সময় দিন।
৭. ইংরেজি, বাংলার ক্ষেত্রে প্রশ্নগুলো আগে পড়ে নিন।
৮. WB TET (২০১২, ২০১৪ এবং ২০১৭) এবং C TET- এর প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে।
৯. সিলেবাস পড়া হয়ে গেলে মক টেস্টের প্র্যাকটিস করুন।
১০. পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত সিলেবাস খুঁটিয়ে অনুশীলন করুন।
১১. পড়ার বিষয়গুলোর মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স গুরুত্ব দিয়ে দেখতে হবে।
Written by Rajib Ghosh.