WB Primary TET Practice Set – প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট PDF Download Free.

Primary TET দিচ্ছেন? এই Primary TET Practice Set প্র‍্যাকটিস সেট অবশ্যই পড়ুন, সফল হবেনই।
যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবেন তাদের জন্য এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইমারি টেটের প্রস্তুতিপর্বে শিক্ষক পদপ্রার্থীদের জন্য তৈরি প্রাইমারি টেট শিশু বিকাশ ও পেডাগজি প্রাক্টিস সেট – 1 চাকরি প্রার্থীদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

তাই Primary TET Practice Set এর প্রশ্নোত্তর নিয়ে তৈরি করা প্র্যাকটিস সেট অবশ্যই চাকরিপ্রার্থীদের অনুশীলন করা প্রয়োজন। এবার দেখে নেওয়া যাক প্রাইমারি টেটের শিশু বিকাশ ও পেডাগোজির 15 টি প্র্যাকটিস সেট এর বিস্তারিত।

WB Primary TET Practice Set Child Development and Pedagogy:

বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই ধারণা কোন নীতির সঙ্গে সম্পর্কযুক্ত?
ধারাবাহিকতার নীতি, সমন্বয় নীতি, মিথস্ক্রিয়া নীতি, আন্ত:সম্পর্কের নীতি।
উত্তর– ধারাবাহিকতার নীতি

কোন স্তর থেকে বিকাশ শুরু হয়?
প্রাক জন্ম, শৈশব, পরবর্তী শৈশব, প্রারম্ভিক বাল্যকাল।
উত্তর– প্রাক জন্ম

শিশুরা কোন বয়সে বন্ধু দলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়?
শৈশবকাল, কৈশোরকাল, প্রারম্ভিক বাল্যকাল, প্রাপ্তবয়স্ক।
উত্তর– কৈশোর কাল

কোন বয়স প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত?
জন্ম থেকে 6 বছর, 6 থেকে 11 বছর, 11 থেকে 18 বছর, 18 থেকে 24 বছর।
উত্তর– 6 থেকে 11 বছর

শৈশবকালের সময়সীমা কত বয়স?
জন্ম থেকে 1 বছর, জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 3 বছর, 2 থেকে 3 বছর।
উত্তর– জন্ম থেকে 2 বছর।

একটির বেশি ব্যাংক একাউন্ট থাকলেই সাবধান করলো RBI, এই কাজ না করলে সব টাকা জলে।

বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক?
বিকাশ একমাত্রিক প্রক্রিয়া, বিকাশ সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিকাশ বিচ্ছিন্নভাবে হয়, বিকাশ নির্দিষ্ট বয়সের স্তব্ধ হয়ে যায়।
উত্তর– বিকাশ সামাজিক এবং সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

The Play Way বইয়ের লেখক কে?
হেনরি ক‍্যান্ডওয়েল কুক, জন ডিউই, রুশো, ফ্রয়েবেল
উত্তর– হেনরি ক্যান্ডওয়েল কুক

পিতা মাতার কাছে সন্তানের বাল্যকাল কি হিসেবে পরিচিত?
খেলার স্তর, ঝঞ্ঝাটপূর্ণ স্তর, সমস্যার স্তর, উপরের সব স্তরগুলি।
উত্তর– উপরের সব স্তর গুলি

অঙ্গনওয়াড়ি তে কোন বয়সের শিশুদের শিক্ষাদান করা হয়?
উত্তর– ৩ থেকে ৬ বছর।

আরও পড়ুন, টেট পাশ করতে কোন বই পড়বেন, বিষয়ভিত্তিক লিস্ট দেখুন

ICDS প্রকল্পটি কবে চালু হয়?
উত্তর– ১৯৭৫ সালে।
ICDS প্রকল্প শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত?
প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ প্রাথমিক।
উত্তর– প্রাক-প্রাথমিক
WB Primary TET Practice Set Child Development and Pedagogy প্রাইমারি টেটের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট অবশ্যই অনুশীলন করুন। আপনাদের ফিডব্যাক ভালো পেলে প্রত্যেকটি বিষয়ের ১০০ টি গুরুত্বপূর্ণ নিয়ে পিডিএফ আমরা প্রকাশ করবে। যেগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Written by Rajib Ghosh.

নবান্ন থেকে রাতারাতি SSC, TET চাকুরিপ্রার্থীদের দিলো নির্দেশিকা। বিশদে দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment