শিক্ষকদের বাড়ির কাছে বদলির জন্য রাজ্য সরকার আলাদা প্রকল্প করেছে। উৎসশ্রী পোর্টালে শিক্ষকেরা নিজেরাই বদলির আবেদন করে নিজের পছন্দের স্কুল বেছে নিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আগের বিদ্যালয়ের NOC দেওয়া নিয়ে। বিদ্যালয় প্রধান কিংবা ম্যানেজিং কমিটি শিক্ষকদের NOC দিতে চান না বলে অভিযোগ অনেক দিনের। যার জন্য বছর দুয়েক আগে করা একটা মামলার যুগান্তকারী রায় দিলো কোলকাতা হাইকোর্ট। 2019 সালে রানীগঞ্জ এর গান্ধী মেমোরিয়াল স্কুলে বদলির জন্য NOC চেয়ে আবেদন করেন সেই স্কুলের শিক্ষিকা অর্পনা মুন্সী।কিন্তু দুবছর পর ও সেই আবেদন গ্রহণ করেনি বিদ্যালয় কতৃপক্ষ। শেষে আদালতের দ্বারস্থ হলে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আবেদনের 4 সপ্তাহের মধ্যে NOC দিতে হবে বিদ্যালয় কতৃপক্ষকে। এই মামলার জন্য মামলাকারীকে 20হাজার টাকা ক্ষতিপূরণ এর নির্দেশ ও দেয় আদালত। আর এর ফলেই ভবিষ্যতে NOC সংক্রান্ত জটিলতা অনেকাংশেই মিটবে বলে মনে করছেন শিক্ষকেরা।