বিকাশ ভবনের সামনে বিষপান করায়, কড়া ব্যাবস্থা নেওয়া হতে পারে

গতকাল বিকাশ ভবনের সামনে পাঁচ শিক্ষিকার বিষ খেয়ে আত্মহত্যা করার ঘটনায় উত্তাল রাজ্য৷ অন্যায়ভাবে বদলি করার অভিযোগ তুলে মঙ্গলবার বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৫ জন শিক্ষিকা। হঠাৎ করে তাঁরা বিষ খেয়ে নেন৷ তাঁদের মধ্যে এনআরএস হাসপাতালে ভর্তি দুই শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ এক শিক্ষিকা আবার বিষ খাওয়ার পর হৃদরোগেও আক্রান্ত হন৷ এদিকে বদলির প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। তেমনটাই জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, লাগাতার আন্দোলন করার ফলে তাঁদের অনৈতিকভাবে বদলি করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তাঁরা আজ এখানে আরও বিক্ষোভ প্রদর্শন করতে আসেন। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। সেই সময়য়ই হঠাৎ করে তাঁরা বিষ খেয়ে নেন৷ আন্দোলনকারীদের একজন জানান, যে তাঁকে হঠাৎ দিনহাটায় বদলি করে দেওয়া হয়েছে৷ যেটা কখনই হওয়ার কথা ছিল না৷ আত্মহত্যা করে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করতে চান বলেই জানিয়েছেন। তাঁদের তরফে আরও দাবি করা হয়েছে, যে তাঁদের প্রত্যেকের বয়স ৫০ বছরের ওপরে তা সত্ত্বেও তাঁদের বাড়ি থেকে প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে যেটা বেআইনি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment