বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার অবসান, বিল ও কম আসবে আর লাইন দিয়ে আর বিল জমা দিতে হবে না, আসতে চলেছে নয়া ব্যবস্থা।
দিন দিন ইলেক্ট্রনিক্স সরঞ্জামের ব্যাবহার যেমন বাড়ছে, সেই সাথে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল (Electricity Bill Payment) এর টাকার অঙ্ক। অন্যদিকে অনেকের বাড়িতেই সকলেই কর্মরত থাকায়, বাড়ি বন্ধ পেয়ে মিটার দেখতে পারেন না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আর এই দুই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিলো সরকার।
বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য লাইন দিয়ে আর বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দাঁড়াতে হবে না। দেশজুড়ে এক অত্যাধুনিক পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে প্রতিটি বাড়িতে বা সংস্থায় গিয়ে বিদ্যুতের মিটার রিডিং দেখার জন্য যে অফিস থেকে কর্মীদের যেতে হতো সেই পদ্ধতি আর থাকবে না।
অর্থাৎ ইলেকট্রিসিটি অফিস থেকে কোনো কর্মীকে আর কারো বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল তৈরি করার জন্য মিটার রিডিং দেখতে হবে না। কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে বিদ্যুতের বিলের জন্য এই অত্যাধুনিক পদ্ধতি শুরু করার পরামর্শ দিয়েছে।
প্রথমেই একাধিক রাজ্য সরকার দিওয়ালীর পরই পরীক্ষামুলক ভাবে এই পদ্ধতি চালু করছে। সেখানে বিদ্যুতের বিল তৈরি করার জন্য এই নতুন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সারা রাজ্য জুড়ে 4G ইলেকট্রিক মিটার বসাতে চলেছে সরকার। এই 4G Electricity Meter অনেকটা স্মার্টফোনের মতই কাজ করবে।
আজ থেকে রাজ্যের সকল মহিলাকে সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কারা কারা পাচ্ছেন, দেখুন।
সকলেই বিদ্যুৎ বিল এই মিটারে দেখতে পাবেন। অফিসে লাইন দিয়ে বিদ্যুৎ বিল জমা দিতে হবে না। কাউকে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল সংগ্রহ করতে হবে না। যেভাবে স্মার্টফোন রিচার্জ করা হয়, 4G Electricity মিটারে সেই ধরনের সমস্ত সুযোগ সুবিধা থাকায় বিদ্যুতের বিল জমা দেওয়া অনেক সহজ হতে চলেছে।
4G ইলেকট্রিক মিটার স্মার্টফোনের মতই কাজ করবে। ১ জুলাই থেকে একাধিক রাজ্যে এই 4G Meter বসানোর কাজ শুরু হয়েছে। সারাদেশেই এই 4G ইলেকট্রিক মিটার বসানোর নিদান দিয়েছে কেন্দ্র।
বিদ্যুৎ চুরির ঘটনা আকছার দেখা যায়। যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই পদ্ধতি শুরু হওয়ার পরে যদি কেউ চুরি করে, তবে সাথে সাথে ধরা পড়ে যাবে।
অক্টোবরে রান্নার গ্যাস পাবেন না আগের দামে, গ্যাস পেতে হলে নতুন নিয়মে জেনে নিন।
অন্যদিকে এই উন্নত মিটারে রেজিস্টান্ট পাওয়ার কম হওয়ায় পাওয়ার কঞ্জামসন কমবে, যার ফলে বিদ্যুতের অপচয় কমবে, আর বিল ও কম আসবে। আর মাসে মাসে বিল হওয়ায় ইউনিট চার্জ কমে যাবে। আর বিল ও কম আসবে। এই পদ্ধতিতে কি গ্রাহকের ভালো হবে? আপনার মুল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.