আজকের প্রতিবেদনে আলোচনা করব একটি বেশ জনপ্রিয় স্কলারশিপ, Colgate Scholarship 2022 সম্পর্কে। স্কলারশিপটির নাম কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার মাধ্যমে সর্বোচ্চ ৩০,০০০ টাকা অবধি পেয়ে যেতে পারেন আপনি। এবার, স্কলারশিপটির যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করা যাক।
আবেদন করুন Colgate Scholarship 2022 তে আর পেয়ে যান 30000 টাকা অব্ধি।
প্রথমত, স্কলারশিপটির প্রকৃত নাম কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ বা Colgate Scholarship 2022. এটি কোলগেট কোম্পানি কর্তৃক প্রদান করা হয়। সমস্ত স্কলারশিপের মতই এই স্কলারশিপেরও মূল্য উদ্দেশ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করা।
স্কুল ও কলেজের পড়ুয়ারা এই স্কলারশিপটি পাবার যোগ্য।একাদশ-দ্বাদশ শ্রেণী ও স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।
দ্বিতীয়ত, এই স্কলারশিপের মাধ্যমে ক্লাস ১১ ও ১২ -এর ছাত্রছাত্রীদের বার্ষিক ২০,০০০ টাকা ও স্নাতক কোর্সের শিক্ষার্থীদের বার্ষিক ৩০,০০০ টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়।
তৃতীয়ত, কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপটি পেতে গেলে, আবেদনকারীকে:
১) ভারতবর্ষের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
২) চলতি বছরের একাদশ-দ্বাদশ শ্রেণী ও স্নাতক কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩) ক্লাস ১১-১২ -এর স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে দশম শ্রেণীতে পড়ুয়াকেৎঅন্তত ৭৫% মার্কস পেতে হবে।
Colgate Scholarship 2022
৪) অন্যদিকে, স্নাতক কোর্সের স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে পড়ুয়াকে দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।
৫) পরিবারের বার্ষিক মোট আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
বাড়ছে পুজোর ছুটি। সমস্ত স্কুলই খুলবে ভাইফোঁটার পরদিন। কিন্তু কাদের ক’দিন, জেনে নিন।
চতুর্থত, স্কলারশিপে আবেদনের জন্য, প্রার্থীর:
১) পাসপোর্ট সাইজ ছবি
২) বৈধ পরিচয়পত্র (আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স -এর মধ্যে যে কোনো একটি)
৩) পরিবারের ইনকাম সার্টিফিকেট
৪) আগের পরীক্ষার মার্কশিট
৫) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফি রিসিপ্ট
এবং
৬) প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)।
পঞ্চমত, Colgate Scholarship 2022 স্কলারশিপে আবেদন করতে হলে সবার প্রথমে আপনাকে প্রথমে নীচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
লিঙ্ক: https://www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme
এবার, আপনি যে ক্লাসের বা কোর্সের জন্য কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপে আবেদন করতে চাইছেন, সেই অপশনের পাশে থাকা Colgate Scholarship 2022 Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এবার সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো ভালো করে ফিল আপ করবেন, নিজের ডিটেইলস দেবেন। যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হবে, সেই সব ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। এবং, সবশেষে আবেদনপত্রটি সাবমিট করে দেবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১ শে ডিসেম্বর, ২০২২।
Written by Antara Banerjee.