আপনি কী TET দিচ্ছেন? এই বইগুলি আছে তো সাথে (TET Preparation Books PDF)?
আবার নতুন করে পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা, TET এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার প্রস্তুত হওয়ার পালা, তাই TET Preparation Books PDF এই বই গুলো পড়লেই আপনি অনেকটাই এগিয়ে যাবেন। আপনার যদি D.el.ed বা B.ed ডিগ্রি থাকে তাহলে আপনিও এই টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন।
কিন্তু সঠিক বই না থাকলে যে কোনও পরীক্ষার প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যায়। টেটও তার ব্যতিক্রম নয়। পরীক্ষা দিতে হলে, সঠিক বই এবং কোন কোন বইগুলি (TET Preparation Books PDF) পড়লে আপনি সহজেই সাফল্য পাবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
বই নিয়ে আলোচনার আগে টেট পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করা যাক। পরীক্ষাতে পাঁচটি বিষয় থাকে। বিষয়গুলি হলো:
Language-I: Bengali
Language-II: English
Child Development and Pedagogy
Mathematics
এবং
Environmental Studies
প্রতিটি বিষয় থেকে 30 নম্বরের প্রশ্ন থাকে। এইভাবে মোট 150 টি প্রশ্ন থাকে। পরীক্ষার পূর্ণমান হয় 150। প্রতিটি প্রশ্নের মান 1।
এবারে বিষয়ভিত্তিক বই সম্পর্কে আলোকপাত করা হলো:
TET Preparation Books PDF
Bengali ( 1st language)
টেট পাস করতে হলে আপনাকে নিচের এই বইটি অতি অবশ্যই পড়তে হবে:
১ বাংলা ব্যাকরণ – বামনদেব চক্রবর্তী
২ বাংলা শিক্ষণ পদ্ধতি – ড. সুবিমল মিশ্র
English ( 2nd language)
টেট পাস করতে হলে নিচের দেওয়া দুটি বই এর মধ্যে যে কোনো একটি পড়লেই চলবে।
১ English Grammar- P.K De Sarkar
২ Treasure Trove – DP Bhattacharyya
Mathematics
অঙ্কের জন্য প্রথমত অঙ্কের বেসিক নলেজ থাকা জরুরি। তার সাথে নিচের দেওয়া বইটি পড়লে ভালো ফল হতে বাধ্য। পাশাপাশি অঙ্কের জন্য ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত টেক্সট বই গুলোও ভালো করে পড়ে যেতে হবে।
১ কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার – সুবীর দাস
Child Development and Pedagogy
টেট পরীক্ষায় ভালো ফল করতে হলে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞানের উপর আপনি নীচের বই দুটি পড়তে পারেন।
১ শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান – ড. দেবাশীষ পাল
২ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব- সুনীল রায়
Environmental Science
পরিবেশবিদ্যার জন্য এই বইটি বেশ কার্যকরী।
পরিবেশবিদ্যা – অনিশ চট্টোপাধ্যায়
আর সমস্ত বিষয়ে TET Preparation Books PDF একত্রে মক টেস্ট এর জন্য পড়তে হবেঃ
তুলসী এর টেট প্রিপারেশন অথবা Complete Book Of Primary TET.
এর সাথে সাথে ডি.এল.এড. কোর্সের বইগুলিও অবশ্যই পড়তে হবে।
10% আসন সংরক্ষণ WB Primary TET পরীক্ষায়। কারা কারা এই সুবিধা পাবে?
সাথে দিতে হবে অনেক মক টেস্ট। কারণ মক দিলে নিজের ভুল ত্রুটি গুলো সম্পর্কে জানতে পারবেন এবং ভালো ফলাফল কী করে করা যায়, তা নিয়ে ভাবতে পারবেন। এখন অনেক অ্যাপ আছে, যারা টেট পরীক্ষার মক টেস্ট নিয়ে থাকে। আমাদের সাইটে এই সুবিধা খুব শীঘ্রই চালু হচ্ছে। ইন্টারনেটে বিস্তারিত পেয়ে যাবেন।
Written By Antara Banerjee.