500 টাকার নোট বাতিল? কি আপডেট RBI -এর?
500 টাকার নোটে কি বদল আসতে চলেছে, নাকি নোট বাতিল? রিজার্ভ ব্যাংকের কেন এই সিদ্ধান্ত? আজ কি জানালেন ব্যাংকের গভর্নর? পরিবর্তনের পরে কি ধরনের হতে পারে 500 টাকার নোট? সম্পূর্ণ জেনে নিন।
যদি 500 টাকার নোটের একাধিক দিকের বদল হয়, তাহলে অবশ্যই বিষয়টি সম্বন্ধে গুরুত্ব দিয়ে জেনে রাখা দরকার। তার কারণ বর্তমানে যত সংখ্যার নোট ব্যবহার হয় তার মধ্যে অধিকাংশ নোট ব্যবহার হয় 500 টাকার। প্রায় 6 বছর আগে নোট বাতিল বা Demonitization হয়। সেই সময় সমস্ত নোট বাতিল করা হয়েছিল। পরবর্তীতে 2000 টাকার নোটের প্রচলন হলেও সাম্প্রতিক সময়ে তার ব্যবহার খুব কমই দেখা যায়।
কিন্তু ATM থেকেই টাকা তোলা হোক বা ব্যাংকের Cash Counter থেকে, সব যায়গাতেই বেশি পরিমাণে 500 টাকার নোট পাওয়া যায়। তাই সম্প্রতি RBI এর পক্ষ থেকে 500 টাকার নোটের আপডেট নিয়ে যে বিষয়টি জানা গিয়েছে সেটি হল, দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য 500 টাকার নোটটিকে আরো সহায়ক করে তোলা হতে পারে।
সম্প্রতি মুম্বই হাইকোর্ট এই বিষয়ে একটি নির্দেশ দেয়। সেখানে বলা হয়, বর্তমানে যে সমস্ত নোট এবং কয়েন এর প্রচলন রয়েছে সেগুলি দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আরো কিভাবে সহায়ক করে তোলা যেতে পারে সেই বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন। এই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হলে তারপরে RBI এর পক্ষ থেকে 500 টাকার নোটের আপডেট করা হতে পারে বলে জানা যাচ্ছে।
যদিও ইতিমধ্যেই RBI, এই নোটের স্পর্শের ক্ষেত্রে 500 টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করেছে। যাতে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা (Visually Impaired People) স্পর্শের মাধ্যমে সহজেই 500 টাকার নোটকে শনাক্ত করতে পারেন।
786 সিরিজের পুরনো নোট থাকলেই মালামাল, লাখ টাকায় বিক্রয় করার সুযোগ।
তবে কি ফের নোট বাতিল?
এই বিষয়ে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, জালিয়াতি এড়াতে মাঝে মাঝেই নোটের ডিজাইন পরিবর্তন করা হয়। তবে এই নোট বাতিল হবে না। ধীরে ধীরে এই নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। তার বদলে নতুন নোট আসবে। তবে ভুল তথ্য ছড়িয়ে, এই নোট কেউ অচল বলতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ১ টাকার ছোট কয়েন কিন্তু বাতিল হয়নি, তবুও অনেকে নিতে চান না।
পশ্চিমবঙ্গে 67000 রেশন কার্ড বাতিল, আরও অনেক বাতিল হবে, কি কারনে বাতিল হলো, আপনিও এই ভুল করেননি
MANI App Update করেছে RBI
2020 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া MANI App লঞ্চ করেছিল। দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধার জন্য এই অ্যাপটি আনা হয়েছিল। যেখানে নোট হাতে নিয়ে এই অ্যাপটি চালু করলে ভয়েস এর মাধ্যমে হাতের নোটটি কত টাকার নোট সেটি জানা যাবে। এবার সেই মানি অ্যাপে বেশ কিছু আপডেট করেছে RBI এতদিন পর্যন্ত শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতেই মানি অ্যাপ এর সুবিধা পাওয়া যেত।
এবার থেকে উর্দু, মালায়ালাম, গুজরাটি, বাংলা সহ আরো বেশ কিছু আঞ্চলিক ভাষাতে মানি অ্যাপ ব্যবহার করা যাবে। পাশাপাশি এতে বিনামূল্যে ব্যবহার করার সুবিধা রয়েছে।
এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.