Facebook Scholarship 2022 – ফেসবুক স্কলারশিপ, উচ্চ শিক্ষার জন্য নগদ টাকা দিচ্ছে ফেসবুক, কিভাবে আবেদন করবেন।

বর্তমানে ফেসবুক জনপ্রিয় সামাজিক মাধ্যম। আর এবার উচ্চ শিক্ষায় উৎসাহ দিতে স্কলারশিপ দিচ্ছে ফেসবুক, যার নাম UDACITY Facebook Scholarship India 2022. কারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য, কিভাবে আবেদন করবেন, বৃত্তি মুল্য কত, সমস্ত কিছু জেনে নিন।

আপনি কি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক? আপনার পড়ার সমস্ত খরচ বহন করবে ফেসবুক! ভাবছেন তো কীভাবে?
আসলে, ফেসবুক ‘দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩’ (META Facebook Scholarship) এর আওতায় আপনাকে সম্পূর্ণ স্কলারশিপ দেবে। দেখে নিন বিস্তারিত।

Facebook Scholarship এ আবেদন করতে কি কি লাগবে?

যোগ্যতা:
ভারতসহ যেকোনো দেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
মূলত ফেসবুক মেটার সঙ্গে সম্পর্কিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী হলে স্কলারশিপ পাবার সুযোগ বাড়বে।

গুরুত্বপূর্ণ তারিখ:
স্কলারশিপের জন্য ৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্কলারশিপ প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২০২৩ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে।

Facebook Scholarship এর শর্তাবলী:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেটার কর্মী হলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না। শুধু তাই নয়, মেটার এআই রেসিডেন্ট হওয়াও যাবে না।
আরোও জানানো হয়েছে, এই ফেলোশিপে অংশ নেওয়ার সময় অন্য কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম কাজ করা যাবেনা।
এই ফেলোশিপ চলাকালীন অন্য কোনো কোম্পানিতে প্রার্থীরা ইন্টার্নশিপও করতে পারবেন না।

স্কলারশিপ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে 15 হাজার টাকা।

ফেলোশিপের বিষয়:
নীচের বিষয়গুলিতে স্কলারশিপ দেওয়া হবে।
AI System HW SW CO-DESIGN
অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস
AR/VR ব্যাটারি রিসার্চ
AR/VR কম্পিউটার গ্রাফিকস
AR/VR ফিউচার টেকনোলজিস
AR/VR হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন

AR/VR হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং
AR/VR ফটোনিকস অ্যান্ড অপটিকস
AR/VR ওয়্যারলেস
অডিও প্রেজেন্স
অগমেন্টেড রিয়েলিটি অডিও

Facebook Scholarship
কম্পিউশনাল সোশ্যাল সায়েন্স
ডেটাবেস সিস্টেমস
ডিস্ট্রিবিউটেড সিস্টেমস
এবং অন্যান্য। বিস্তারিত জানতে অফিসিয়াল পেজটি ভিজিট করুন।

ফেলোশিপের মূল্য:
ফেসবুক জানিয়েছে, দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দুই বছরের জন্য একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম। এই স্কলারশিপের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীরা কোর্সটি করতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনার খরচ সরাসরি প্রতিষ্ঠানে জমা হয়ে যাবে। এ ছাড়া ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের বৃত্তি বাবদ বছরে প্রায় ৪২ হাজার মার্কিন ডলার পাবেন। মোট দুই বছর এই টাকা দেওয়া হবে।

Tata Scholarship এ আবেদন করলেই মিলবে 50,000 টাকা।

Facebook Scholarship আবেদন পদ্ধতি:
https://metaresearchphdfellowship.smapply.io/?utm_source=&utm_term=&utm_medium=&utm_campaign=&utm_content=
এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সাথে লাগবে সিভি, রিসার্চ স্টেটমেন্ট এবং দুটি লেটারস অব রিকমেন্ডেশন।
Written by Antara Banerjee.

দুয়ারে সরকার ক্যাম্পেই হবে সরকারি চাকরি। আবেদন করবেন কিভাবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment