দুয়ারে সরকার কর্মসূচি ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি করল নবান্ন। ৮ দিনেই প্রায় ১ কোটি মানুষের রেকর্ড উপস্থিতি রাজ্যজুড়ে শিবিরগুলিতে। ২৩ অগাস্ট রাত ৮টা পর্যন্ত মোট ৯৭ লক্ষ ৭৯ হাজার ৬৫৬ জন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়েছেন। সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিন ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ। যেখানে গত ৮ দিনে মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৫২৯ জন উপভোক্তা বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই আট দিনে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করেছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১৭ জন।