করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫০০-য় নেমে গেল সোমবার। গত তিন দিন ধরে নমুনা পরীক্ষা কমেছে অনবরত। তার প্রভাবেই করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৫০০-তে। বাংলায় মাস খানেকেরও বেশি সময় ধরে করোনার দৈনিক সংক্রমণ সীমাবদ্ধ রয়েছে ৫০০ থেকে ৮০০-র মধ্যে। করোনা মুক্তের সংখ্যাও ৬০০ থেকে ৮০০-র মধ্যে রয়েছে। কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ শুধু ৫০-এর উপরে। সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী, ৪০ থেকে ৫০-এর মধ্যে রয়েছে দার্জিলিং, নদিয়া ও হাওড়ার সংক্রমণ। কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ কদিন ধরেই কাছাকাছি চলছিল। বাংলার ১০ জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন। তবে আসংক্ষার কথা হলো, আইসিএমআর এর একটি সার্ভে রিপোর্ট বলছে অক্টোবর নাগাদ করোনার তৃতীয় ঢেউ শীর্ষে থাকবে ভারতে। তাই সকলে সচেতন থাকুন, করোনা বিধি মেনে চলুন।