WB SSC TET Scam : পাহাড়প্রমাণ দুর্নীতি! চমকে দেওয়ার মতো তথ্য, চাকরি হারাতে পারেন বহু শিক্ষক।
চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বহু কর্মরত শিক্ষকের। স্কুল শিক্ষক নিয়োগে (Teachers Recruitment) যে পাহাড় প্রমান দুর্নীতি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে, শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে দাঁড়াবে, এক্ষুনি বলা সম্ভব নয়। ফলে যত সংখ্যায় শিক্ষক চাকরি পেয়েছেন, তাদের চাকরি জীবনে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এমনিতেই রাজ্যের প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির (WB SSC TET Scam) অভিযোগে ইতিমধ্যেই 269 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। 43 হাজার শিক্ষকের সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে CBI তদন্তের জন্য এর মধ্যে প্রাথমিক শিক্ষা সংসদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সমস্ত শিক্ষকের নথিপত্র তুলে দিয়েছে। এবার এস এস সির মাধ্যমে স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিরাট দুর্নীতি সামনে এসেছে।
দিন তিনেক আগে রাজ্যের 14 জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই 14 জায়গার মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িও ছিল। দীর্ঘ প্রায় 27 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় 17 রকমের নথি উদ্ধার করেছে ED এই সমস্ত নথির মধ্যে রয়েছে 2012 সালের TET পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার ফলাফলের জেরক্স কপি, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির নোট সহ বহু গুরুত্বপূর্ণ নথি।
যেখান থেকে প্রমাণ হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতিতে (WB SSC TET Scam) এই সমস্ত নথি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে উঠে এসেছে। প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে একযোগে তল্লাশি চলে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে। সেখান থেকে আবার যা উদ্ধার হয়, যা দেখার পরে রাজ্যের মানুষ চরম অবাক হয়ে গিয়েছেন।
কেন্দ্রীয় পুলিশ নিয়োগ, বেতন ১ লক্ষ টাকার উপরে, পশ্চিমবঙ্গে পরীক্ষা।
প্রায় কমবেশি 21 কোটি টাকা নগদ ফ্ল্যাটের একটি ঘরের মধ্যে স্তুপাকার করে রাখা ছিল। যার মধ্যে 2000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, এমন কি 20 টাকার নোট রয়েছে বলেও সূত্রের খবর। এছাড়াও বিদেশী মুদ্রা এবং প্রায় 50 লক্ষ টাকার ওপরে অলংকার উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গিয়েছে।
যেখানে অ্যাডমিট কার্ড, পরীক্ষার ফলাফলের সংশোধিত কপি সহ একাধিক নথি রয়েছে। গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রায় 70 হাজার নিয়োগ হয়েছে। যেখানে দেওয়া হয়েছে কম বেশি প্রায় 900 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে।
ED সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় যে সমস্ত নথি উদ্ধার করেছে, তার মধ্যে বেশ কিছু কাগজ যেমন পাওয়া গিয়েছে, যার মধ্যে লেখা রয়েছে ওয়ান সি আর, আবার কোনোটায় লেখা রয়েছে ফোর সিআর। এখানে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে। মনে করা হচ্ছে, এই সিআর কথার অর্থ কোটি। হয়তো টাকার অংক বোঝাতেই এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে।
অপেক্ষার অবসান, শুরু হলো টেট 2023 পরীক্ষার আবেদন প্রক্রিয়া।
শুধুমাত্র টাকার বিনিময়েই যে সরকারি চাকরি দেওয়া হয়েছে, প্রকাশ্যে আসা সমস্ত ঘটনা থেকে তাই মনে করা হচ্ছে। SSC-র মাধ্যমে স্কুলের শিক্ষক নিয়োগকে (TET Scam) কেন্দ্র করেই যে শুধু দুর্নীতি (WB SSC TET Scam) হয়েছে তা নয়, পরবর্তীতে জানা যাচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির প্রমাণ আসতে শুরু করেছে।
ইতিমধ্যেই আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার হওয়ার পরে তাকে চিকিৎসার জন্য এসএসকেএমে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। সেই নির্দেশে পরিপ্রেক্ষিতে পুনরায় হাইকোর্টে আবেদন করে ED তার ভিত্তিতেই আদালত নির্দেশ দেয় SSKM- এ নয়, ভুবনেশ্বরে AIIMS- পার্থের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। যেখানে চিকিৎসার রিপোর্টসহ যাবতীয় তথ্য আদালতকে জানাতে হবে।
রাজ্যজুড়ে ED-র এই বিরাট অভিযানের ফলে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। যদিও শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় আদালতে দোষী সাব্যস্ত (WB SSC TET Scam) হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে পাওয়া নগদ 21 কোটি টাকা এই দুর্নীতির (WB SSC TET Scam) একটি অংশের টাকা বলেই মনে করা হচ্ছে।
আরও দুটি ব্যাংক দেউলিয়া ঘোষণা, টাকা তোলায় নিষেধাজ্ঞা, আপনার টাকা নেই তো এই ব্যাংকে?
সূত্রের খবর অনুযায়ী, একটি চাকরির জন্য 10 থেকে 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এইরকম টাকা দিয়ে চাকরিপ্রাপকের সংখ্যা 60 থেকে 70 হাজার। যেখানে দেওয়া টাকার মোট অংক দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 900 কোটি টাকা। তবে সঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি (WB SSC TET Scam) তদন্ত করছে CBI এবং ED তখন কিভাবে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে এবং নথিপত্র পাওয়া গিয়েছে, সেটা তখনো পর্যন্ত তারা কিভাবে রেখে দিয়েছেন?
প্রশ্ন উঠছে, টাকা এবং নথিপত্র কি সরানো সম্ভব হয়নি? নাকি অন্য কিছু। যদিও সেই সম্বন্ধে এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। তবে তল্লাশি চালানোর (WB SSC TET Scam) পরে যা প্রকাশ্যে এসেছে তা দুর্নীতির (TET Scam) হিমশৈলের চূড়ামাত্র বলেই মনে করা হচ্ছে।
Written by Rajib Ghosh.