লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ

গত ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প ভার্সন ২, আর তার সাথে আগের প্রকল্পের সাথে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নিরবাছনের আগেই ত্রিনমুলের ইস্তেহারে এই প্রকল্পের কথা উল্লেখ ভহিল। আর এবার থেকে প্রতিমাসে রাজ্যের মহিলা ও ২৫ বছরের বেশী বয়সী মেয়েদের প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা করে দেবে রাজ্য। এই কদিনে ৪৭লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু তার সাথে দূরত্ববিধি না মানার অভিযোগ ও আসছে। তাই আজ সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আগে ফর্ম জমাদেওয়ার জন্য হুড়োহুড়ি করবেন না। এখন অনেক দিন ধরে ক্যাম্প ছল্বে। প্রয়োজনে জমা দেওয়ার তারিখ বাড়িয়ে দেওয়া হবে। সকলে করনাবিধি মেনে চলুন। স্বাস্থ্যসাথী কার্ড সকলকে করতে বলেন তিনি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment