Buyer Old Coin – পুরাতন কয়েন ও নোট কিভাবে বেচবেন।
প্রতিনিয়ত দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে (Buyer Old Coin) নাজেহাল হয়ে পড়েছে আমাদের বর্তমান জীবনকাল। তাই প্রত্যেকেই চেষ্টা করেন একটা বাড়তি অর্থ জোগানের পথ খোঁজার। আর তার জন্য নতুন একটি উপায় আপনাদের সামনে তুলে ধরছি।
এমনি একটি উপায় হল বেশ কয়েক দশকের পুরাতন নোট বা কয়েন, যেটি হয়ত আপনার অজান্তে আপনার ঘরেই পড়ে আছে। এগুলি সঠিক জায়গায় বিক্রি (Buyer Old Coin) করে আপনি রাতারাতি হয়ে যেতেই পারেন লাখপতি।
এই ধরণের পুরাতন নোট বা কয়েন প্রায় সব সময়ই দেশীয় বা আন্তরজাতিক বাজারে অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে নিলামের মাধ্যমে বেশ চড়া দামে কেনা বেচা হয়ে থাকে।
আর এই বিষয়ে অনেকেরই তেমন একটা ধারণা থাকে না। কিন্তু অনেকেই শখে এই সব পুরাতন নোট বা কয়েন সংগ্রহ করেন। তবে জানা থাকলে তারা এগুলি বিক্রির (Buyer Old Coin) ব্যাপারে আগ্রহী থাকেন। তবে কেনা বেচা করতে গিয়ে অনেকেই বেশ ভালো বিপদেও পরেছেন- এ খবরও অনেক শোনা গেছে বহু জায়গায়। তাই আসুন জেনে নেই যে কোথায় আর কিভাবে এগুলি বিক্রি করলে সত্যিকারের উপকার হতে পারে।
ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও ১০ হাজার টাকা তুলতে পারবেন, কিভাবে
অনলাইন প্ল্যাটফর্মে এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে এগুলি কেনা বেচা (Buyer Old Coin) করা হয়ে থাকে। তবে প্রত্যেকেরই প্রথমে ওয়েবসাইটে গিয়ে সকল রকমের নথিপত্র, শর্তাবলি ভালো করে যাচাই করে বিশ্বস্ততা এলেই তবে সেদিকে এগোনো উচিৎ। এতে একটু সময় লাগলেও বিপদমুক্ত ভাবে কাজ করা সম্ভব। এমন কিছু ওয়েবসাইট হল Quikr e-commerce ও Coinbazaar.
এই প্ল্যাটফর্ম গুলিতে ক্রেতা- বিক্রেতা (Buyer Old Coin) উভয়কেই নিজেদের পরিচয় যেমন- নাম, ই-মেইল, মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ বা লগইন করতে হয়। সেক্ষেত্রে বিশ্বস্ততা বাড়ে। এক্ষেত্রে একে অপরের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়।
এবারে জেনে নেই যে আপনার কয়েন বা নোটের বিবরণ কিভাবে সহজেই বিশ্বস্ততা অর্জন করবে। আপনাকে সুন্দরভাবে তার ফটো তুলে আপলোড করতে হবে যাতে তার তৈরি হবার বছরটি (Year) পরিষ্কার বোঝা যায়। এছাড়াও বিশেষ কোন ছবি থাকলে তাও যেন স্পষ্ট ধরা পড়ে।
সম্প্রতি, ১৯১৮ সালের একটি ১ টাকার কয়েনের দাম উঠেছে ৯ লক্ষ টাকা যেটি ব্রিটিশ সম্রাট ৫ম জর্জের আমলে তৈরি। মানে যতই পুরানো হবে ততই দুর্লভ হবে আর তার চাহিদাও বাড়বে ততই।
তাহলে লক্ষ্মীলাভের দৌড়ে আপনিও নেমে পড়ুন এখনই। সুযোগকে কাজে লাগান আর হয়ে উঠুন লাখপতি।
আপনার কাছে যদি পুরাতন কয়েন ও টাকা থাকে নিচে কমেন্ট করুন। অনেকেই এখান থেকে তাদের কয়েন কিনেছেন। তবে EK24 News পুরাতন কয়েন কেনাবেচা করেনা। আপনার কমেন্ট পড়ে ক্রেতা ফোন করতে পারে।
পুরাতন নোটে এই নম্বর থাকলে, বিক্রি করলেই পাবেন অন্তত 1 লক্ষ টাকা।
I have old coins and notes which I want to sell but I haven’t found any original buyer or organization so far. Please give me the contact address and phone number. It will be very helpful.