সরকারী কর্মীরা এবার পেতে পারেন অতিরিক্ত বেতন।

বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা অক্টোবর থেকে গোটা দেশে নয়া শ্রম আইন (New Labour Codes) কার্যকর করতে চলেছে সরকার। তবে গোটা দেশে পাকাপাকিভাবে সরকার নয়া এই আইন কার্যকর করার আগে আরও একবার কার্যত ঝালাই করে নিচ্ছে গোটা বিষয়টি।নয়া এই শ্রম আইনে বলা আছে ৩০ মিনিটের অতিরিক্ত কাজে এবার থেকে দিতে হবে ওভারটাইম। কিন্তু সেই টাকার পরিমান কত সেটা ঠিক করবে সংস্থা নিজেই। বিভিন্ন সরকারী দপ্তরে ওভার টাইম থাকলেও সেতা সার্ছিবজনীন ছিল না। এবার থেকে সবার ক্ষেত্রে সেটা হতে চলেছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment