LIC Scholarship 2022 – দুর্দান্ত স্কলারশিপ, আবেদনের অপেক্ষায় থাকেন পড়ুয়ারা।
উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ (LIC Scholarship 2022) এর বন্দোবস্ত রয়েছে। সরকারি, বেসরকারি দুই ক্ষেত্রেই একাধিক স্কলারশিপ পাওয়া যায়। এরকমই একটি দুর্দান্ত স্কলারশিপের বিষয়ে জানানো হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কলেজ স্তরের পড়ুয়ারা বিভিন্ন ধরনের কোর্সে ভর্তির জন্য এই স্কলারশিপে আবেদন করতে পারেন।
LIC-র এই স্কলারশিপে (LIC Scholarship 2022) আবেদন করার জন্য পড়ুয়ারা অপেক্ষায় থাকেন। তার কারণ, এটা থেকে বার্ষিক 10 হাজার টাকা থেকে 20 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক, কোন স্কলারশিপ, কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত শতাংশ নম্বর দরকার, কত টাকা পাওয়া যাবে, তার বিস্তারিত।
স্কলারশিপটির নাম, LIC HFL Vidyadhan Scholarship এবং LIC Golden Jubilee Scholarship
বার্ষিক 10 হাজার টাকা থেকে 20 হাজার টাকা পাওয়া যায় এই স্কলারশিপে (LIC Scholarship 2022).
আবেদনের যোগ্যতা:
LIC Scholarship 2022 পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের জন্য মাধ্যমিকে 60 শতাংশ নম্বর প্রয়োজন।
স্নাতক স্তরের জন্য (অনার্স, নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা) উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নম্বর।
স্নাতকোত্তর স্তরের জন্য Post Graduation গ্রাজুয়েশনে 60 শতাংশ নম্বর।
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পড়ুয়ারা কত টাকা পাবেন:
LIC Scholarship 2022 এ
একাদশ এবং দ্বাদশ শ্রেণী- বার্ষিক 10 হাজার টাকা (দুই বছর)
স্নাতক স্তর- বার্ষিক 15 হাজার টাকা (তিন বছর)
স্নাতকোত্তর স্তর- বার্ষিক 20 হাজার টাকা (দুই বছর)
LIC HFL Vidyadhan Scholarship- LIC Golden Jubilee Scholarship এ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ (LIC Scholarship 2022) পাবেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং আবেদন করার জন্য এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদন অনলাইনেই করতে হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের মাঝারী মেধার পড়ুয়াদের জন্য লঞ্চ হলো নতুন স্কলারশিপ, অনলাইনে করুন
প্রয়োজনীয় ডকুমেন্টস:
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট এর কপি
মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইত্যাদি কোর্সে ভর্তির প্রমাণপত্র
পারিবারিক আয়ের শংসাপত্র
পাসপোর্ট সাইজের কালার ফটো
ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি
কাস্ট সার্টিফিকেট
সরকারি মেধা কোটার অধীনে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্স সংক্রান্ত প্রমাণ পত্র।
Written by Rajib Ghosh.
কন্যা সন্তান থাকলেই 5 লাখ টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন দেখুন।