WB Scholarship 2022 – কিভাবে আবেদন করবেন, জেনে নিন ধাপে ধাপে।
পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ (WB Scholarship 2022) রয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যেন কোনো সমস্যায় না পড়তে হয় তাই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বহু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
তবে একাধিক স্কলারশীপে (WB Scholarship 2022) আবেদন করার জন্য নুন্যতম নম্বর অনেক বেশি থাকে। আর তার জন্য অনেকেই আবেদন করতে পারে না। কিম্বা আবেদন করলেও যারা বেশি নম্বর পায় তারাই নির্বাচিত হয়। কিন্তু এই স্কলারশিপে (WB Scholarship 2022) নুন্যতম নম্বর মাত্র ৩৩%। অর্থাৎ পাশ করলেই আবেদন করতে পারবে। তাই সাধারজন মেধার পড়ুয়া ও আবেদন করতে পারবে। এরকম একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল বিদ্যাসারথী স্কলারশিপ।
এর মাধ্যমে নামিদামি কোম্পানিগুলো পড়ুয়াদের বিভিন্ন বৃত্তি প্রদান করে। 10 হাজার টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ (WB Scholarship 2022) পাওয়া যায়। এছাড়াও 1 লাখ টাকা অবধি বৃত্তি পাওয়া যায় আবেদন করলে।
ক্লাস ওয়ান থেকে টুয়েলভ, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, নার্সিং, ডি এল এড,বিএড, পলিটেকনিক, আইটিআই, ডিপ্লোমা, যেকোনো কোর্সে পড়াশোনা করলেই এখানে আপনি স্কলারশিপ (WB Scholarship 2022) এর জন্য আবেদন করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক আবেদন করার পদ্ধতি।
Jio Airtel কে টক্কর দিতে টেলিকম ব্যাবসায় আদানি, টানা 2 বছর 5G ফ্রি দেবে নতুন সংস্থা।
দেশের যে কোনো পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
এসি এসটি ওবিসি জেনারেল বলে কিছু নেই। সমস্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য নূন্যতম 33 শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে।
যেকোনো পারিবারিক বার্ষিক আয় হলেই আবেদন করতে পারবেন।
কি কি ডকুমেন্টস লাগবে?
- Applicants Photo
- Proof of Identity
- Proof of Income
- Proof of Address
- Students Bank Passbook
- 10th Marksheet
- Current year fees receipts
- Admission Letter/Bonafide certificate from institute
- Latest school and college marksheets
All documents uploaded shall be clear and must be in JPEG.png file only
কিভাবে এপ্লাই করবেন - Vidyasaarathi Scholarship-এর Official website-এ Apply for Scholarship-এ Clickকরুন।
- Name, Mobile no. Gmail ID and Password দিয়ে Submit করুন।
- Gmail-এ Activation Link গেলে তাতে Clickকরে Application active করুন।
- Gmail ID and Password বসিয়ে Login করুন।
- এবার Profile-এ ক্লিক করুন।
- 3 টি ভাগ আছে। Student Details, Current Academic Details and Education Details. Photo, Address, Date of Birth, Admission receipt,Bank Passbook,Last exam marksheet upload এবং লিখে দিয়ে Submit করলেই কোন Scholarship-এর জন্য যোগ্য সেটা চলে আসবে।
- Apply click করলে হয়ে যাবে। Dashboard-এর Status দেখুন, Approved না Cancel হয়েছে।
Written by Rajib Ghosh.
পড়ুয়াদের জন্য সুখবর, এই স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন 7200 টাকা।