মাধ্যমিকে এবার 60% পেলেই 24 হাজার টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন – National Scholarship Portal, Breaking News.

National Scholarship Portal – মাধ্যমিকে ৬০% নম্বর পেলেই ২৪ হাজার টাকা স্কলারশীপ।

উচ্চ শিক্ষায় পড়ুয়াদের উৎসাহ দিতে, একাধিক স্কলারশীপ (National Scholarship Portal) চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আর এই মুহুর্তে সকলের নজর কেড়েছে, এই স্কলারশীপে। যেখানে মাধ্যমিকে ৬০% নম্বর পেলেই ২৪ হাজার টাকা পর্যন্ত স্কলারশীপ পেতে পারে।

বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সরকারের তরফে চালু হয়েছে বেশ কিছু স্কলারশিপ। তার মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। (Swami Vivekananda Scholarship)। এই স্কলারশিপের উদ্দেশ্য হলো উচ্চশিক্ষায় সহায়তা করা। মূলত আর্থিক অনটনের কারনে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তাদের পড়াশোনা‌ বেশিদূর চালাতে পারেন না, সেই সমস্যা দূর করতেই মূলত রাজ্যের তরফে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। মেধাবী তবুও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এই স্কলারশিপ (National Scholarship Portal) চালু করা হয়।

আমরা সকলেই জানি, পূর্ববর্তী নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (National Scholarship Portal) আবেদন করার জন্য 75% নম্বর আবশ্যিক ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সেটি কমিয়ে 60% করা হয়েছে। চলতি বছরে গত ৩ জুন, শুক্রবার এ রাজ্য মাধ্যমিকের ফল‌ ঘোষনা করা হয়েছে। এবছরে মাধ্যমিকে প্রায় ১৩% স্টুডেন্ট পরীক্ষায় অক্রিতকার্জ হয়েছে।

আর তাই, এবার যারা ফার্স্ট ডিভিশন মার্কস অর্থাৎ 420 বা তার বেশি নম্বর পেয়ে পাশ করেছে তাঁরা সবাই আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এই স্কলারশিপের জন্য আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে এক বছরের জন্য মোট এককালীন 12000 টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হবে। National Scholarship Portal

আবেদনের যোগ্যতা:
National Scholarship Portal
(১) নূন্যতম 60% নম্বর পেয়ে পাশ করতে হবে।
(২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
(৩) পশ্চিমবঙ্গের নির্দিষ্ট সরকারি বোর্ডের অধীনে থাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে।

আরো পড়ুন, একাদশ শ্রেণীর জন্য নতুন বিজ্ঞপ্তি জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের, দেখুন কি

প্রয়োজনীয় ডকুমেন্টস:
National Scholarship Portal
(১) মাধ্যমিকের আসল মার্কশিট।
(২) যে কোনো বোর্ড বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষার মার্কশিট (মাধ্যমিক পরবর্তীর জন্য)।
(৩) পারিবারিক আয়ের শংসাপত্র জয়েন্ট বিডিও থেকে ( গ্রামীন এলাকার ক্ষেত্রে ) অথবা এক্সিকিউটিভ অফিসার (পৌরসভা এলাকার জন্য)-এর থেকে সংগ্রহ করতে হবে।

(৪) বয়সের শংসাপত্র যেমন -আধার/মাধ্যমিক আ্যডমিট/ বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
(৫) ব্যাংকে অবশ্যই চালু অ্যাকাউন্ট থাকতে হবে ও নির্দিষ্ট IFSC কোডসহ।
(৬) একাদশ শ্রেণীতে ভর্তির রশিদ।

এই স্কলারশিপ সম্পর্কে আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটটি ফলো করুন ।
কোন সমস্যা হলে, অনলাইনে বৃত্তির জন্য আবেদন করার সময় বা অন্য কোন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, আপনি SVMCM স্কলারশিপ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনি [email protected] এ একটি ইমেইল পাঠাতে পারেন অথবা কল করতে পারেন 18001028014 (টোল ফ্রি)।
Written by Rupa Dutta

এবার এককালীন মাত্র ৮০০ টাকার মোবাইল রিচার্জে চলবে সারা বছর, মধ্যবিত্তের জন্য

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment