RBI Rules – মোটা অঙ্কের জরিমানা হবে! কাজটি এখনো না করলে এক্ষুনি করুন
আজ করবো কাল করবো করে, আর বিলম্ব নয়। যদি এই কাজটি না করে থাকেন (RBI Rules) তাহলে অযথা আর দেরি না করে এক্ষুনি কাজটি শেষ করুন। তা না হলে আপনাকে মোটা অংকের জরিমানা দিতে হবে। আগামী 30 জুন, 2022 এর আগে এই কাজটি সম্পন্ন করতে হবে।
কাজটি হলো, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা। Aadhaar-PAN Linking CBDT মার্চ মাসে Aadhaar-PAN লিংক এর বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, 2022 সালের 1 এপ্রিল থেকে প্যান কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য গ্রাহককে জরিমানা দিতে হবে। 1 এপ্রিলের পর প্রথম তিন মাসের মধ্যে অর্থাৎ জুন পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার এর সংযুক্ত করার জন্য 500 টাকা জরিমানা দিতে হবে। আর তারপরে যদি এই সময় পার হয়ে যায়, তাহলে তখন লিঙ্ক করতে গেলে দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা জরিমানা দিতে হবে। RBI Rules
আগামী 31 মার্চ 2020 সালের মধ্যে করদাতাদের সুবিধা দেওয়ার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সুযোগ করে দিয়েছে CBDT তবে এর জন্য জরিমানা ধার্য করা হয়েছে। 31 মার্চ 2022 পর্যন্ত জরিমানা ছাড়া প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সময় সীমা ছিল। তখন কোনো চার্জ নেওয়া হচ্ছিল না। RBI Rules
তারপর সরকার এই সময়সীমা বেশ কয়েক বার বাড়িয়েছে। 2022 সালের 31 শে মার্চ তারিখ হিসেবে ধার্য করা হয়েছিল। CBDT-র বিজ্ঞপ্তি অনুযায়ী, 1-4-2022 এরপরেও PAN-Aadhaar যুক্ত করা যেতে পারে। কিন্তু তার জন্য জরিমানা দিতে হবে। RBI Rules
ব্যাংক গ্রাহকদের জন্য বড় ঝটকা, আজ থেকে বাড়তে চলেছে এই ব্যাংকের চার্জ,
আধার কার্ডের সঙ্গে যদি প্যান কার্ড যুক্ত করা না হয়, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন না। কারণ এইগুলির জন্য PAN কার্ড জরুরি। যদি Aadhaar কার্ড এবং PAN কার্ড Link না করা থাকে, তাহলে যদি PAN কার্ড লক হয়ে থাকে, তখন আপনি প্যান কার্ড বাধ্যতামূলক এরকম ধরনের কোনো সুবিধা নিতে পারবেন না। তাই যদি এখনও পর্যন্ত প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পন্ন করুন। RBI Rules
PAN-Aadhaar Linking: এইভাবে লিংক করুন:
1.প্রথমেই আয়কর ই- ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in খুলুন।
2.এখানে রেজিস্টার করুন।
RBI Rules
আপনার ইউজার আইডি হচ্ছে আপনার প্যান কার্ড নম্বর।
ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মতারিখ দিকে এবার লগইন (Login) করুন।
এরপর দেখবেন একটি পপ-আপ উইন্ডো খুলে যাবে। যেখানে আপনার PAN- কে Aadhaar-এর সঙ্গে লিংক করতে বলবে।
RBI Rules
যদি দেখা যায় পপআপ উইন্ডো না খোলে তাহলে মেনুবারে গিয়ে প্রোফাইল সেটিংস এ যান এবং সেখানে Link Aadhaar- এ ক্লিক করুন।
নাম, জন্ম তারিখ এবং জেন্ডার এর মতো গুরুত্বপূর্ণ বিবরণ প্যান অনুযায়ী সেখানে উল্লেখ করতে হবে।
এবার আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ যাচাই করুন।
যদি সমস্ত বিবরণ ঠিক থাকে, তাহলে আপনার আধার কার্ডের নম্বর লিখুন এবং Link Now বোতামে ক্লিক করুন।
এরপর আপনাকে একটি পপ-আপ বার্তা জানিয়ে দেবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সফলভাবে যুক্ত হয়ে গেছে।
Written by Rajib Ghosh
এদিক ওদিক না ঘুরে পুরনো এক টাকার নোট সঠিক জায়গায়, সঠিক দামে বেচুন।