Summer Vacation West Bengal – গরমের ছুটি কাটছাট, আগামী সপ্তাহেই খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল?

Summer Vacation West Bengal – পশ্চিমবঙ্গে গরমের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গরমের ছুটি (Summer Vacation West Bengal) নিয়ে বড় আপডেট, আগামী সপ্তাহেই খুলে যেতে পারে পশ্চিমবঙ্গের স্কুল, আলোচনা শুরু প্রশাসনিক মহলে। কি আপডেট এলো, জানুন বিস্তারিত।

শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে মিড-ডে মিল দেওয়ার জন্য স্কুল চলতি সপ্তাহে এমনিতেই খোলা আছে, অন্যদিকে আগামী সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। এছাড়াও একাদশের ভর্তির জন্য স্কুলের অফিসিয়াল কাজকর্ম এমনিতেই চলবে। তবে স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশে আগামী সপ্তাহ থেকেই স্কুলে ক্লাস চালু করতে পার, শিক্ষা দপ্তর। Summer Vacation West Bengal

স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, গরমের ছুটি (Summer Vacation West Bengal) শেষ হলেই টিকা না পাওয়া স্বল্পসংখ্যক ছাত্র-ছাত্রীদেরও টিকাকরনের কাজ আবার শুরু করবে। স্বাস্থ্য দফতর থেকে আজ বলা হয়েছে, এই কাজের জন্য দ্রুত স্কুল খুলতে হতে পারে। কারন সম্প্রতি চীনে নতুন করে সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে দ্রুত খোলার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

১৬ তারিখের পর টিকাকরনের প্রক্রিয়া শুরু করলে দেরী হয়ে যাবে। এছাড়া টিকাকরনের পর ইমুনিটি তৈরী হতেও বেশ কিছুটা সময় লাগে। তাই আগেভাগেই কাজ শুরু করতে চাইছে প্রশাসন। রাজ্যের ১৫-১৭ বয়সসীমার ৯০ শতাংশ ছাত্র-ছাত্রীর প্রথম ডোজের টিকাকরণ শেষ। Summer Vacation West Bengal

এবং ১২-১৪ বয়সসীমার পড়ুয়াদের প্রায় ৮০ শতাংশেরই প্রথম ডোজ টিকাকরণ হয়ে গিয়েছে। এবং বাকী ১০% থেকে ২০% এর প্রথম ডোজ ও সকলের দ্বিতীয় ডোজ দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য। Summer Vacation West Bengal

আজই প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার মাদ্রাসা বোর্ডের রেজাল্ট

তবে স্বাস্থ্য দপ্তরের দাবি, স্কুল খুললেই ১৫-১৭ বছর বয়সী ও ১২ – ১৪ বছর বয়সী সকলকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এরই সাথে যারা এখন পর্যন্ত একটি ডোজও পায়নি বা নেয়নি তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হবে। আর এই কর্মসূচীতে স্কুল খোলা রাখা জরুরী। স্কুল খোলা না থাকলে পড়ুয়াদের চিহ্নিত করা ও যোগাযোগ করা কঠিন।

ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে এই সংক্রান্ত নীতিমালা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহেই এই বিশয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দপ্তর। অন্যদিকে গরম কমায় স্কুল খোলার দাবী জোরালো হয়েছে, স্কুল খোলা নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছে, সেই মামলার শুনানী ৪ জুন হওয়ার সম্ভাবনা। Summer Vacation West Bengal

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পোষ্ট অফিসে এবার মিলবে দারুন পরিষেবা, ব্যাংকের চেয়ে ফাস্ট

এই পরিস্থিতে স্কুল খোলা নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়ে পারে শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে আপনার কি মত, নিচে কমেন্ট করে জানাতে পারেন। মাধ্যমিকের রেজাল্ট সরাসরি EK24 News ওয়েবসাইট থেকে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। Summer Vacation West Bengal.

Aadhar Card – আধার কার্ড নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পরেই প্রত্যাহার করল কেন্দ্র, কেন জানেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment