WBBME Result 2022 Declared – আজই প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার মাদ্রাসা বোর্ডের রেজাল্ট, দেখতে ক্লিক করুন।

WBBME Result 2022 : প্রকাশিত হল মাদ্রাসার ফলাফল, কীভাবে, কখন থেকে ফল দেখবেন, জেনে নিন

অতিমারী আবহে অফলাইনেই হয়েছে এবারের সমস্ত পরীক্ষা। আর চলতি মাসের মধ্যেই সমস্ত পরীক্ষার রেজাল্ট (WBBME Result 2022) প্রকাশিত হবে। আর আজই প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের রেজাল্ট। এক ক্লিকেই দেখুন কিভাবে দেখবেন রেজাল্ট।

ফল প্রকাশিত হলো হাই মাদ্রাসার (WBBME Result 2022). হাই মাদ্রাসার (High Madrasa) আলিম এবং ফাজিল শ্রেণীর পরীক্ষা গত 7 ই মার্চ শুরু হয়েছিল। সেই পরীক্ষা 21 মার্চ পর্যন্ত চলে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের (West Bengal Madrasa Board) পক্ষ থেকে মাদ্রাসা এডুকেশন এর সভাপতি আবু তাহের কামরউদ্দিন ফল প্রকাশ করেন।

সেই ফল প্রকাশ অনুষ্ঠানে সেক্রেটারি মান্নাফ আলী, ডেপুটি সেক্রেটারি সাবানা শামীম উপস্থিত ছিলেন। হাই মাদ্রাসার পরীক্ষা শেষ হওয়ার 40 দিনের মাথায় পরীক্ষাগুলির ফল প্রকাশ করা হলো। এর আগে 2021 সালে মাদ্রাসার প্রতিটি পরীক্ষায় 100% পাশের হার থাকলেও 2022 সালের ফলাফল (WBBME Result 2022) বদলে গেল।

হাই মাদ্রাসায় এই বছর পরীক্ষা দিয়েছিলেন 56 হাজার 600 জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা 18 হাজার 376 এবং ছাত্রীর সংখ্যা 38 হাজার 224 হাই মাদ্রাসা পরীক্ষায় ফলাফলের হার 87.02 শতাংশ। যাদের মধ্যে 15 হাজার 179 জন ছাত্র এবং 32619 জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবার হাই মাদ্রাসার পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে মালদার বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন। তার প্রাপ্ত নম্বর 786 ওই মাদ্রাসার ইমরানা আফরোজ 775 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে।

এদিন বেলা বারোটার পর থেকে www.wbbme.org এবং www.wbresults.nic.in এবং www.exametc.com এই ওয়েবসাইটগুলোতে ফলাফল দেখতে পাওয়া যাবে। তাছাড়া 56070 নম্বরে WBBME- স্পেস- রোল নম্বর- দিয়ে SMS করলে ফল দেখতে পাওয়া যাবে। WBBME Result 2022

আলিম পরীক্ষায় এই বছর ছাত্রের সংখ্যা 5353 জন এবং ছাত্রীর সংখ্যা ছিল 6721 জন। মোট আলিম পরীক্ষা দিয়েছিলেন 12074 জন। আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 89.87 শতাংশ। যার মধ্যে 5050 জন ছাত্র এবং 5707 জন ছাত্রী পাশ করেছে। WBBME Result 2022

মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলফাজ শেখ এবং উত্তর 24 পরগণার আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ মুজাহিদুল ইসলাম যুগ্মভাবে শীর্ষ স্থান অধিকার করেছে। তাদের দুইজনের প্রাপ্ত নম্বর 840 হুগলি ফুরফুরা ফতেহি সিনিয়র মাদ্রাসার ছাত্র শেখ শাহিদ আখতার 827 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন। WBBME Result 2022

আরো পড়ুন, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ ৩জুন বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ

চলতি বছরে 5 হাজার 34 জন ফাজিল পরীক্ষা দিয়েছিলেন। যার মধ্যে ছাত্রের সংখ্যা 2614 এবং ছাত্রীর সংখ্যা 2420 90.68 শতাংশ এই ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে 2468 জন ছাত্র এবং 2077 জন ছাত্রী পাশ করেছে। মালদার দারিয়া সেরাজুলোলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলকম ফাজিল পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে। 555 নম্বর পেয়েছে সে। উত্তর 24 পরগনার আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাবির আলী মোল্লা 553 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন।
Written by Rajib Ghosh

মাধ্যামিক উচ্চমাধ্যামিক পাস করলে মিলবে এই স্কলারশিপ

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment