Indian Currency – আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে অবশ্যই দেখুন, নইলে দেরি হয়ে যাবে।

Indian Currency: বাড়িতে 2000 টাকার নোট আছে?

কয়েক বছর আগেই Indian Currency demonetisation এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই সময়ে নোটবন্দির ফলে বহু বিতর্ক সামনে এসেছিল। তবুও কেন্দ্রের পক্ষ থেকে এই পদক্ষেপ করার কারণ হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, দেশজুড়ে জালনোটের রমরমা বন্ধ করা। কিন্তু তার পরেও সেই অর্থে সার্বিকভাবে জালনোট দেশে রোখা যায় নি।একইভাবে জালনোটের কারবারিরা এই ব্যবসা করেই চলেছে।

তথ্য অনুযায়ী, দেশে গত অর্থবছরে জাল নোটের (Fake Currency) সংখ্যা অনেকটাই বেড়েছে। এই সময়ের মধ্যে 13604 টি 2000 টাকার জালনোট ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি জাল হয়েছে 100 টাকার নোট। তার সঙ্গে আবার 2021- 22 সালে প্রায় 23 শতাংশ ব্যাংক প্রতারণা বেড়েছে। যদিও 56 শতাংশের বেশি কমেছে তাতে জড়িত টাকার অংক। Indian Currency

নোটবন্দির পরেই 2000 টাকার নোট বাজারে নিয়ে আসা হয়েছিল। তবে এখন আর প্রায় 2000 টাকার নোট দেখা যায় না বললেই চলে। ATM- এ গিয়ে টাকা তুললেও এই নোট প্রায় পাওয়াই যায় না। Reserve Bank-এর বার্ষিক রিপোর্টে জানা যাচ্ছে, এই নোটের সংখ্যা ক্রমশ কমছে। গত বছর মার্চে ছিল 245 কোটি। গত অর্থবছর শেষে সেটা দাঁড়িয়েছে 214 কোটিতে। সবমিলিয়ে বাজারে থাকা মোট নোটের সংখ্যা 13053 কোটি। এক বছর আগেও এটা ছিল 12 হাজার 437 কোটি। Indian Currency

পুরাতন নোট বা কয়েন কেনাবেচা করতে চাইলে এখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা বলছেন, নোটের এই সংখ্যা শীর্ষ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী কমছে। ইউনাইটেড ব্যাংকের প্রাক্তন সিএমডির কথায়, দেশজুড়ে ডিজিটাল (Digital) লেনদেন দ্রুত বেড়েছে। মানুষ বড় অঙ্কের লেনদেন নেটে করতেই পছন্দ করছেন। তাছাড়া জালনোট রোখার অন্যতম হাতিয়ার হিসেবে Reserve Bank 2000 টাকার মতো বড় নোট কম ছাপাচ্ছে বলেই মনে করা হচ্ছে। Indian Currency
Written by Rajib Ghosh

Fixed Deposit এর নয়া নিয়মে মিলবে কম সুদ, জানালো RBI, জানুন বিস্তারিত, 2022 New Updates

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment