Petrol Diesel Gas Price – দাম কমলো পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের।
সারা দেশে দ্রব্য মূল্য যেভাবে বাড়ছে, ঠিক তখনই মধ্যবিত্তের জন্য সুখবর দিয়ে দাম কমলো পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের (Petrol Diesel Gas Price)। এক ধাক্কায় অনেকটাই দাম কমলো। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন। আজ কিছুখন আগে টুইটে জানান নির্মলা সীতারমন।
অবশেষে এক্সাইজ ডিউটি কমিয়ে, পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তাতে পেট্রলের দাম কমবে লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা। এ কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Petrol Diesel Gas Price
এছাড়াও সাধারন মানুষের জন্য রান্নার গ্যাসের প্রকল্পের উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে আজ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Petrol Diesel Gas Price
চার দিনের জন্য বিনামুল্যে ফ্রি কলিং ও ইন্টারনেট পরিষেবা ঘোষণা করলো জিও
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো জানান, এর ফলে বছরে ১ লক্ষ কোটি টাকা কোষাগার থেকে দেবে কেন্দ্র। এদিকে দাম কমানোর জন্য এবার রাজ্য সরকার গুলোকে তাদের ও ট্যাক্স বা ভ্যাট কমানোর পরামর্শ দিয়েছেন। Petrol Diesel Gas Price
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর টুইট থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কোষাগার থেকে বছরে অতিরিক্ত ৬১০০ কোটি টাকা খরচ হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো জানান, শনিবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এই বিষয়ে আপনার কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Old Coin Sale – চার আনা বিক্রি করে পেয়ে যান চল্লিশ লক্ষ গুণ টাকা, কিভাবে জানেন?