Science Arts Commerce – সিলেবাস বদলাচ্ছে, মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স, এই ৭টি বিষয় জেনে তারপর সিদ্ধান্ত নাও।

Science Arts Commerce – মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স, কিভাবে সিদ্ধান্ত নেবে?

আর কিছুদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্টের আগেই অনেকেই নতুন ক্লাসের বই (Science Arts Commerce) নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে, অনেকে তো টিউশনি ও শুরু করেছে। তবে এবার মনে রাখতে হবে, যে সিলেবাস বদলাচ্ছে। আর বদলাতে চলেছে পরীক্ষার ধরন। তাই গ্রুপ নির্বাচনের আগে এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন।

সিলেবাস কতটা বদলাবেঃ
আগামী বছর অর্থাৎ যারা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের কেন্দ্রীয় ধাঁচে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার পরিকল্পনা চলছে। অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। দ্বাদশ শ্রেণীতে অর্ধেক সিলেবাস নিয়ে প্রথম সেমিস্টার এবং বাকি সিলেবাস নিয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হতে চলেছে। এবং দুই সেমিস্টারের পরীক্ষা মিলিয়ে রেজাল্ট হবে। (Science Arts Commerce)

সংসদ সূত্রে জানা গেছে, এই বছরই এই সিলেবাস চালু করার কথা ছিল। তবে যেহেতু ক্লাস হয়নি এবং এই মুহূর্তে দুটি পরীক্ষা করার পরিকাঠামো প্রস্তুত নেই। তাই ভাবা হচ্ছে আগামী বর্ষ থেকে এই পরিকল্পনা নেওয়া হবে। এতে New Education Policy এর নিয়ম মানা হবে, এবং সর্বভারতীয় সিলেবাস অনুযায়ী প্রতিযোগিতায় রাজ্যের পড়ুয়ারা আরো ভালো করবে। Science Arts Commerce

এছাড়াও উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে এবার আর নম্বরের ভিত্তিতে নয়। সর্বভারতীয় কমন প্রবেশিকা পরীক্ষা দিয়ে সেই নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি হতে হবে। এতে কিন্তু আলাদা সমীকরন মেনে তারপর প্রস্তুতি নিতে হবে। এবার পড়ুয়াদের কি কি বিষয় মেনে চলতে হবে দেখে নেওয়া যাক। Science Arts Commerce

১) দুটি সেমিস্টারে পরীক্ষা হলে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা ফাইনাল সেমিস্টারের ৬ মাস আগে হয়ে যাবে। সেক্ষেত্রে এই ৬ মাসে অনেকেই আগের পড়া ভুলে যেতে পারে। কিন্তু সায়েন্স বা কমার্সের ক্ষেত্রে গ্রাজুয়েশন লেভেলে যে সমস্ত প্রবেশিকা পরীক্ষা দিতে হয় যেমন জয়েন্ট এন্ট্রান্স (JEE), মেডিকেল (NEET), আইজার (IISER), নাইজার (NISER), সেট (CET) প্রভৃতি পরীক্ষায় একাদশ ও দ্বাদশ শ্রেনীর সম্পূর্ণ সিলেবাস কভার করবে।

সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে ফাইনাল সেমিস্টারে অর্ধেক সিলেবাস থাকলেও একাদশ ও দ্বাদশের পড়া পড়তে হবে। যারা সায়েন্স বা কমার্স নিতে চাও তারা এই বিষয়টি মনে রাখবে। যদিও এর মানে এটা নয় যে আর্টসের ক্ষেত্রে কিছুই পড়া লাগবে না। তবে সায়েন্স ও কমার্সের ক্ষেত্রে চাপটা অপেক্ষাকৃত বেশি। Science Arts Commerce

অন্যদিকে অনেকেই পরিবারের চাপে কিম্বা বন্ধুরা সায়েন্স নিচ্ছে বলে তোমাকেই সায়েন্স নিতে হবে, এই সিদ্ধান্তটি একদম নেবে না। কারন, বর্তমানে গ্রুপ নয়, ভালো রেজাল্ট আর ভালো পড়াশোনাটা জরুরী। সায়েন্স নিয়ে ৫০% নবর পাওয়ার চেয়ে আর্টসের সবচেয়ে সহজ বিষয়ে ৬০% নম্বর পাওয়া বেশি দামী। তুমি কোন বিষয়ে পারদর্শী সেটা ভেবে এবং যে শিক্ষক তোমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, তার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। Science Arts Commerce

পরের বিষয়টি হচ্ছে, তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য যদি হয় কম বয়সে সরকারী চাকরী, সেক্ষেত্রে যে বিষয়ে তুমি পারদর্শী, সেই বিষয়ে গ্রাজুয়েশন করেই চাকরীর পরীক্ষা দেওয়া শুরু করবে। উচ্চ মাধ্যমিক পাশেও অনেক ভালো চাকরী আছে, সেগুলো ও দেখতে পারো। আর যদি তোমার পড়াশোনা করে অনেক ডিগ্রী নেওয়ার লক্ষ্য থাকে তবে তোমার জন্য সায়েন্স ভালো। কিম্বা কর্পারেট লাইফ আর দেশ বিদেশে ঘোরার ইচ্ছে থাকে তবে সায়েন্স বা কমার্স তোমার জন্য সবচেয়ে ভালো।

তবে সর্বোপরি একটাই কথা বলার, গ্রুপ কোনও মেটার করে না। ভালো রেজাল্ট করতে হবে। অতিমারীর পর চাকরীর অবস্থা খুব খারাপ। তাই ৫০%, ৬০% নম্বর পেয়ে কিছুই হবে না। ভালো নম্বর পেতে হবে, সিলেবাসের বই পড়ার সাথে সাথে GK, Reasoning, প্রতিদিনের ঘটনাবলী সম্মন্ধে জানতে হবে আর প্রাকটিস করতে হবে। Science Arts Commerce

উপরের বিষয় গুলোতে তুমি যদি একমত হও তবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর উচ্চ শিক্ষা ও নিয়ম কানুন নিয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবে না। এবং এই লিঙ্কটি বধুদের শেয়ার করে সকলকে এই বিষয়ে জানতে সাহায্য করো। মাধ্যমিকের রেজাল্ট এই ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পাবে। EK24 News এর সঙ্গে থাকো। ধন্যবাদ।
প্রতিবেদক – বকলম

আজ থেকে বদলে গেল সব কোম্পানির মোবাইল রিচার্জ প্ল্যান, দেখুন সব কোম্পানীর নতুন রিচার্জ লিস্ট

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment