রাজ্যের চিকিৎসার হাল ফেরাতে নয়া সিদ্ধান্ত মমতার। প্রতি মাসে অন্তত দু’বার পিজি হাসপাতালে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বৃহস্পতিবার এখানে আসার চেষ্টা করবেন তিনি। তবে সব সপ্তাহে সম্ভব না হলেও, ১৫ দিন অন্তর বৃহস্পতিবার বিকেলে এক ঘণ্টা তিনি পিজি হাসপাতালেই থাকবেন। সেখানে মুখ্যমন্ত্রীর বসার জন্য একটি ঘরের ব্যবস্থা করা হবে। তাঁর সঙ্গে থাকবেন স্বাস্থ্যসচিব। কখনও কখনও মুখ্যসচিবও থাকবেন। মূলত পিজি সহ কলকাতার বড় হাসপাতালগুলির বিভিন্ন কাজকর্ম পরিচালনা ও সমন্বয়ের কাজ এখান থেকে দেখভাল করবেন তিনি। বৃহস্পতিবার পিজিতে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন। পিজি হাসপাতালে এখন ক্যান্সারের চিকিৎসার একটি উৎকর্ষ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এছাড়া একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। সেসব কাজের অগ্রগতি তিনি নিজে খতিয়ে দেখতে চান। এদিন বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সোজা পিজি হাসপাতালে চলে যান। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি।