দুয়ারে সরকার, ভিড় এড়াতে নতুন সিদ্ধান্ত

দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়ছে উপভোক্তাদের ভিড়। কোনও কোনও ক্যাম্পে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ জড়ো হচ্ছেন। ভিড়ের চাপে নাভিশ্বাস উঠছে সরকারি কর্মী ও সাধারণ মানুষের। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘায়েরই পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। তাই জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প বাড়ানোর পাশাপাশি নতুন করে ডিস্ট্রিবিউশন কাম কালেকশন সেন্টার গড়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন। যেখান থেকে সাধারণ মানুষ ফর্ম জমা নিয়ে আবার জমাও দিতে পারবেন। বারাসত১ ব্লকে ক্যাম্প পরিদর্শনে গিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। মহিলারা দল বেঁধে ক্যাম্পে যাচ্ছেন। সরকারের এই কর্মসূচিকে আরও সুন্দরভাবে রূপায়ণ করতে আমরা ডিস্ট্রিবিউশন কাম কালেকশন সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেখান থেকে সরকারি কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষ ফর্ম তোলার পর তা পূরণ করে জমা দিতে পারবেন। মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন ব্লক ও শহরের একাধিক ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলাশাসক। প্রতিটি ক্যাম্পে জনস্রোত দেখে দ্রুত প্রতিটি ব্লকের বিডিওকে ডিস্ট্রিবিউশন কাম কালেকশন সেন্টার গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, এইসব সেন্টারে তিন থেকে চার জন সরকারি কর্মী থাকবেন। সেখানে কম্পিউটার, প্রিন্টারের মতো অন্যান্য লজিস্টিক সাপোর্ট থাকবে না। অফলাইনে সরকারি কর্মীরা বিভিন্ন ধরনের ফর্ম মানুষকে দিতে পারবেন। যারা ফর্ম নেবেন তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হবে। সিরিয়াল নম্বর ও রেজিস্টার্ড মেনে ফর্ম বিলির পাশাপাশি তা জমাও নেওয়া হবে। প্রতিদিনের ফর্ম বিলি ও জমা নেওয়ার যাবতীয় তথ্য বিডিও অফিসে এসে কর্মীরা কম্পিউটারে আপলোড করবেন। এই ব্যবস্থা চালু হলে দুয়ারে সরকারের মূল ক্যাম্পে ভিড় অনেকটাই কমবে। দূরের এলাকা থেকে মানুষকে কষ্ট করে ক্যাম্পে আসতে হবে না। প্রাথমিকভাবে জেলায় ৪০০ বেশি ডিস্ট্রিবিউশন কাম কালেকশন সেন্টার গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment