How to Earn Money Online – প্রতি আর্টিকেল অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
আপনি কি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং কাজ খুজছেন? তাহলে এই খবরটি (How to Earn Money Online) আপনার জন্য। মাত্র কয়েকটি আর্টিকেল লিখেই খুব সহজে টাকা রোজগার করতে পারবেন যে কেউ। অনেকে আছেন পড়াশোনার ফাঁকে কাজ করার মাধ্যমে টাকা রোজগার করতে চান। তাদের জন্যও এই সুযোগ রয়েছে।
অনেকেই বিভিন্ন অনামী প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সময় নষ্ট করেন, কিন্তু আসলে কোনও কাজ হয়না। কিন্তু এই মুহূর্তে আপনি চাইলে একাধিক কোম্পানীর হয়ে কাজ করতে পারেন।
এটি একটি পার্ট টাইম কাজ। যেখানে বাড়িতে বসে প্রতিদিন কয়েকটি আর্টিকেল লেখার মাধ্যমেই সহজে টাকা রোজগার করা যাবে। How to Earn Money Online
তবে এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি বা আবেদনের শেষ তারিখ জানতে হলে অবশ্যই এই খবরটি সম্পূর্ণ পড়তে হবে। (How to Earn Money Online)
নিয়োগ সাইটের নাম- সুখবর বাংলা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই পার্ট টাইম কাজের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে, নিজের নাম, জেলা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা প্রভৃতি কমেন্ট করতে হবে। (আপনার কমেন্টের নাম ঠিকানা অন্যকেউ দেখতে পাবে না) সঙ্গে আবেদনকারী কেন এই কাজটি করতে চান তা জানাতে হবে। এছাড়া আগে এরকম কাজ করে থাকলে সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করতে হবে। How to Earn Money Online
এইভাবে কমেন্ট করবেন
নাম – মনিকা বসাক
জেলা – কলকাতা, মোবাইল – ০০০০০০০
যোগ্যতা – মাস্টার্স (সাংবাদিকতা)
অভিজ্ঞতা – EK24 News, Bangla Hunt News Portal এ কাজ করার অভিজ্ঞতা আছে।
(ফ্রেসার হলেও ফ্রেসার উল্লেখ করবেন)
কাজটি কেন করতে চান, সেই বিষয়ে একটি বা দুটি বাক্য লিখবেন।
এই ফরম্যাটে কমেন্ট না করলে আবেদন গৃহীত হবে না।
নিয়োগ পদ্ধতি
প্রথমে আবেদনকারীকে দুটি আর্টিকেল লিখতে দেওয়া হবে। ই-মেইলের মাধ্যমেই আর্টিকেলের বিষয় জানানো হবে। প্রথম আর্টিকেল লেখা হলে এবং সেটি নিয়োগ কর্তার পছন্দ হলে দ্বিতীয় আর্টিকেলের বিষয়টি দেওয়া হবে। দুটি আর্টিকেলই নিয়োগ কর্তার পছন্দ হলে আবেদনকারী এই কাজটি করার সুযোগ পাবেন।
কাজের ধরন ও বেতন
দৈনিক কয়টি আর্টিকেল লিখতে হবে- দৈনিক সর্বনিম্ন 3 টি এবং সর্বাধিক 5 টি আর্টিকেল লিখতে হবে। তা জমা করতে হবে। How to Earn Money Online
বেতন-
প্রথম ১ বছর আর্টিকেল লেখার ওপর বেতন দেওয়া হবে। একটি আর্টিকেল লেখার মাধ্যমে 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত রোজগার করা যাবে। তবে টাকার পরিমাণ আর্টিকেল লেখার ওপর নির্ভর করছে। লেখা যত সুন্দর হবে টাকা তত রোজগার করা যাবে।
বেতন দেওয়ার পদ্ধতি
এই পদে নিয়োগ হয়ে গেলে নিয়োজিত ব্যক্তিকে, ব্যাংক একাউন্ট, গুগল পে বা ফোন পে -এর মাধ্যমে টাকা দেওয়া হবে। সেই টাকা প্রতি মাসে কয়টি আর্টিকেল লেখা হচ্ছে, তার ওপর নির্ভর করে দেওয়া হবে। এই সংস্থায় কাজ করলে অভিজ্ঞতার সার্টিফিকেট পরিচয়পত্র, জয়েনিং লেটার পাবেন।
আবেদনের শেষ তারিখ ২০ মে, ২০২২ দুপুর ১২ টার মধ্যে।
How to Earn Money Online
Posted By Manika Basak