Unlimited Data Plan – ধামাকা অফার VI, Airtel, জিও BSNL এর, মাসের সেরা সুবিধা পেতে এখনই দেখে নিন বিস্তারিত
দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মোবাইল রিচার্জ প্ল্যানের (Unlimited Data Plan) দামও। শেষ বারে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছে। আর বলতে গেলে বিগত ৫ বছর ধরে ভারতের টেলিকম সংস্থা গুলি তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটির সংখ্যা রেখেছিলো ২৮ দিনের জন্য। যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছিলেন সমস্ত টেলিকম কোম্পানির গ্রাহকরা এবং যাতে করে দেখা যায় গ্রাহকদের বছরে ১৩ বার রিচার্জ করতে হচ্ছে।
তবে এবার TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আদেশনুসারে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এবং জিও প্রতি মাসের দিন সংখ্যা অনুসারে ৩০ দিন এবং ৩১ দিনের প্রিপেইড চালু করেছে। টেলিকম সংস্থা গুলি TRAI এর নির্দেনুসারে তিন মাস পর এই নিয়ম লাগু করছে। তাহলে জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এবং জিওর প্রতি মাসের ৩০ দিন এবং ৩১ দিনের প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে। Unlimited Data Plan
১) ভোডাফোন আইডিয়া এর মাসিক রিচার্জ প্ল্যান-
ক) ৩২৭ টাকার প্রিপেড প্ল্যান-
নতুন এই রিচার্জ প্ল্যানটিতে ৩০ দিনের ভ্যালিডিটিতে মোট ২৫ জিবি ডেটা পাওয়া যায়। আর পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধাও। Unlimited Data Plan
এছাড়া এই প্ল্যানে রিচার্জ করলেই গ্রাহকরা পাবেন Vi Movies এবং TV এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। তবে এতো সুবিধা থাকা সত্ত্বেও এই প্ল্যানে প্রতিদিন নির্দিষ্ট পরিমানে ডেটা অফার পাওয়া যায় না। ডেটার প্রয়োজনে ২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকদের আলাদা করে ডেটা প্যাক ভরে নিতে হবে। Unlimited Data Plan
খ) ৩৩৭ টাকার প্রিপেড প্ল্যান-
এই রিচার্জ প্ল্যানটিতে ৩১ দিনের ভ্যালিডিটিতে মোট ২৮ জিবি ডেটা পাবেন। আর পাবেন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধাও। এছাড়া এই প্ল্যানে রিচার্জ করলেই গ্রাহকরা পাবেন Vi Movies এবং TV এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। তবে এতো সুবিধা থাকা সত্ত্বেও আগের প্ল্যানটির মতো এই প্ল্যানেও প্রতিদিন নির্দিষ্ট পরিমানে ডেটা অফার পাওয়া যায় না। ডেটার প্রয়োজনে ২৮ জিবি ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকদের আলাদা করে ডেটা প্যাক ভরে নিতে হবে। Unlimited Data Plan
২) এয়ারটেলের মাসিক রিচার্জ প্ল্যান-
ক) এয়ারটেলের ২৯৬ টাকার প্রিপেইড প্ল্যান-
এই প্ল্যানটিতে ৩০ দিনের ভ্যালিডিটির সাথে মিলবে ২৫ জিবি ডেটা অফার। Fair Usage Policy (FUP) অনুসারে নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা প্রতি এমবিতে ৫০ পয়সা খরচ করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। তবে প্রতিদিনের এই এসএমএসের কোটা শেষ হয়ে গেলে গ্রাহকরা প্রতি লোকাল এসএমএসের জন্য ১ টাকা এবং প্রতি এসটিডি এসএমএসের জন্য ১.৫ টাকা দিয়ে এসএমএস করতে পারেন।
গ্রাহকরা আরও পেয়ে যাবেন Amazon Prime Video মোবাইল এডিশনের জন্য ৩০ দিনের ট্রায়াল সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া ৩ মাসের Apollo 24/7 circle, Shaw Academy ক্লাস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, আর Airtel Wynk Music এবং Hello Tunes এর অ্যাক্সেসও। Unlimited Data Plan
খ) এয়ারটেলের ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যান-
৩১৯ টাকার এই মাসিক রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি ডেটা অফার। অর্থাৎ গ্রাহকরা ৫৬ জিবি থেকে ৬২ জিবি পর্যন্ত ডেটা পেতে পারেন। তবে অবশ্যই সেই নির্ভর করবে সেই মাসটি কতো দিনে শেষ হয় তার ওপর। এছাড়াও প্রতিদিনের নির্ধারিত হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪ কেবিপিএসে নেমে আসবে। গ্রাহকরা আরও পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। Unlimited Data Plan
তবে প্রতিদিনের এই এসএমএসের কোটা শেষ হয়ে গেলে গ্রাহকরা প্রতি লোকাল এসএমএসের জন্য ১ টাকা এবং প্রতি এসটিডি এসএমএসের জন্য ১.৫ টাকা দিয়ে এসএমএস করতে পারেন। উপরন্তু এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন Amazon Prime Video মোবাইল এডিশনের জন্য ৩০ দিনের ট্রায়াল সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া ৩ মাসের Apollo 24/7 circle, Shaw Academy ক্লাস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, আর Airtel Wynk Music এবং Hello Tunes এর অ্যাক্সেসও।
৩) জিও এর মাসিক প্রিপেইড প্ল্যান-
রিলায়েন্স জিও এর ২৫৯ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানটিতে জিও গ্রাহকদের ৩০ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা অফার দিয়ে থাকে। অর্থাৎ মোট ৪৫ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যায়। আরও পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। এছাড়াও পাওয়া যায় Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও। গ্রাহক চাইলে অন্যান্য জিও প্রিপেইড রিচার্জ প্ল্যানের মতো কয়েকবার ২৫৯ টাকার প্ল্যানটি রিচার্জ করে রাখতে পারেন। এক্ষেত্রে বর্তমান এক্টিভ প্ল্যানটি শেষের পরে পরের মাসের জন্য প্ল্যানটি অটোমেটিক এক্টিভ হয়ে যাবে। বার বার একদিন রিচার্জ করেই পাওয়া যাবে প্রতি মাসের রিচার্জের সুবিধা।
৪) বিএসএনএল -এর মাসিক রিচার্জ প্ল্যান-
ক) বিএসএনএল -এর ১৪৭ টাকার প্রিপেইড প্ল্যান-
১৪৭ টাকার ৩০ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ১০ জিবি ডেটা। এছাড়াও গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। আর থাকছে EROS Now সাবস্ক্রিপশন। Unlimited Data Plan
মাত্র ২০ টাকার কমে ৩০ দিনের ভ্যালিডিটি, এই রিচার্জ প্ল্যান চিন্তায় ফেলে দিলো জিও এয়ারটেলকে।
খ) বিএসএনএল -এর ২৪৭ টাকার প্রিপেইড প্ল্যান-
এই প্ল্যানটিতে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০ জিবি ডেটা। তার সাথে থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও। এক্ষেত্রেও প্ল্যানের ভ্যালিডিটি থাকছে ৩০ দিন। আর থাকছে EROS Now সাবস্ক্রিপশন। Unlimited Data Plan
অর্থনীতি ও টেলিকম সংক্রান্ত (Unlimited Data Plan) আরও নিউজের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।Written by- Manisha Basak.