HS Sanskrit Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন 2022
HS Sanskrit Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন 2022 PDF ডাউনলোড উত্তর সহ। এক ক্লিকেই ডাউনলোড করুন।
Part-A (Marks-54)
1) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 5×4 = 20
গদ্যাংশ (যে কোন একটি)
বনগতা গুহা (HS Sanskrit Suggestion 2022)
(a) ‘বনগতা গুহা’ গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। অথবা “দ্বারং চ সপাদিং সংবৃতম”— কোন্ দ্বার? ঘটনাটি বিশদে বর্ণনা করো।
b) এই গদ্যাংশের নামকরনের সার্থকতা বিচার করো। অথবা “अस सविद नकट वन আজरो” – মহীরুহ শব্দের অর্থ কী? কে, কেন মহীরুহে আরোহণ করল? মহীরুহে আরোহণ করে সে কী দেখল?
পদ্যাংশ যে কোন একটি
শ্রীগঙ্গাস্তোত্রম্
(a) গঙ্গার তিনটি নামের তাৎপর্য বিশ্লেষন করো— ভাগীরথী, ভীষ্মজননী, মুণিবর কন্যা। অথবা গঙ্গাস্তোত্রম—এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে, তা নিজের ভাষায় লেখো। (HS Sanskrit Suggestion 2022)
(b) শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনা জানিয়েছেন তা লিপিবদ্ধ করো।
শ্রীমদভাগবদ্গীতা কর্মযোগ
(a) কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। / মিথ্যাচার কাকে বলা হয়েছে লেখো।
(b) ” यदचरत ष्टतवतरो जন:” – তাৎপর্য বিশ্লেষণ কর। ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন— তা ব্যাখ্যা করা।
ভুল প্রশ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ, বিস্তারিত জানতে ক্লিক করুন
নাট্যাংশ যে কোন একটি
বাসন্তিক স্বপ্নম্
(a) ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। অথবা নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। (HS Sanskrit Suggestion 2022)
(b) নাট্যাংশ অবলম্বনে কৌমুদির চরিত্র চিত্রণ করো। অথবা নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্র বর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো।
সাহিত্যের ইতিহাস (যে কোন একটি)
(a) প্রাচীন ভারতে চিকিৎশাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো।
(b) প্রাচীন ভারতের গণিতচর্চা “এবং জ্যোতিবিদ্যা সম্পর্কে ব্যাখা করো। অথবা শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। / মেঘদূতম সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 1×4=4
(2) ভাবসম্প্রসারণ করো (যে কোন একটি)
(a) ততোহয়ং দ্রুত তরং ক্রামগ্নগরং নিবৃত্তঃ/ তুমসি গতিমর্ম খলু সংসারে /দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যামৌ ন প্রিয়ো ভবেৎ। (HS Sanskrit Suggestion 2022)
(b) অসক্তো হ্যাচরণ কর্ম পরমাগ্ল্যোতি পুরুষঃ। মুক্তোহনুক্রেশসম্পন্নৈর্খা জনৈরিব যোজনৈঃ
(3) নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো (যে কোন তিনটি)
2×3 = 6
(a)শিষ্যঃ গুরুং নমস্করোতি। (b) মুনিঃ ফলানাং তৃপ্ত। (c) বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম। (d) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ (e) মুক্তয়ে হরিং ভজতি। (f) বালকঃ অঙ্গেনে ক্রীড়ত্তি।(g)পর্বভতেষ হিমালয়ঃ শ্ৰষ্ঠঃ।
(4) বিগ্রহ-সহ সমাসের নাম লেখ : ( যে কোন দুটি) 2×2 = 4
(a) রাজর্ষি: (b) ভীষ্মজননী (c) দৈত্যারিঃ (d) উপকৃষ্মম (e) রামানুজা (f) রাজপুত্রঃ (g) পদকমলম্ (h) বীণাপানি। (HS Sanskrit Suggestion 2022)
(5) নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো : ( যে কোন দুটি) 2x 2 = 4
(a) ত্রিফলা-ত্রিফলী (b) যবনী-যবনানী (c) পিতৃবৎ-পিতৃমৎ (d) কবরা-কবরী (e) গুদ্রা-শূদ্রী (1) গিবিশ-গিরীশ (g) বাক্যম্-বাচ্যম্।
(6) এক কথায় প্রকাশ করোঃ ( যে কোন তিনটি) 1×3 = 3
(a) কলহং করোতি (b) পুনঃ পুনঃ হন্তি (c) ঋতুরস্য প্রাপ্তঃ (d) পরস্মিন্ অহনি (e) নদীমাতা যস্য সঃ (f) জনানাং সমূহঃ (g) গন্তম ইচ্ছতি। (HS Sanskrit Suggestion 2022)
(7) পরিনিষ্ঠিত রূপটি লেখ : ( যে কোন তিনটি) 1×3 = 3
(a) পুত্র + কামাচ্ (b) শ্রদ্ধ] + অ (c) লঘু + নিচ্ (d) সেব + তুমুন্ (e) কুন্তী + ঢক্ (f) গম + জ্বাচ্ (g) পৃথা + অ (h) ধন + মতুপ্
(8) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 1×5=5
(1) ভারতীয় আর্যভাষার স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা কর।/ কেত্তম ও সতম্ সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা লেখো। (HS Sanskrit Suggestion 2022)
(2) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো।/ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ কর।
(3) ‘কেত্তম’ গুচ্ছ এবং ‘সতম্’ গুচ্ছ কী? উদাহরণ সহ পরিচয় দাও।/ ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে দশটি শাখার নাম ও পরিচয় দাও।
(9) বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করোঃ 1×5=5
বিক্রমাদিত্যের রাজ্যে পুরন্দরপুরী নামে এক নগরী ছিল। সেখানে এক অতি ধনী বণিক বাস করতেন। তিনি তার চার ছেলেকে ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা একত্রে থাকতেও পারো, নাও পারো। (HS Sanskrit Suggestion 2022)
অথবা
পরের মঙ্গলের জন্য সব সময় ইচ্ছা করা উচিত । সকলে মধ্যে ঈশ্বর আছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। অথবা রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য। বাল্মীকি রামায়ণ লিখেছেন। বেদব্যাস মহাভারত লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই।
Part-B (Marks-26)
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×15 = 15
গদ্যাংশ (HS Sanskrit Suggestion 2022)
বনগতা গুহা
(i) অলিপর্ব। ও কশ্যপের বাবার স্বভাব ছিল – (a) পক্ষপাতহীন (b) একপেশে (c) নিষ্ঠুর (d) উদাসীন;
(ii) গুহার দরজা বন্ধ করার জন্য মোট কতবার মন্ত্র পড়া হয়েছিল? – (a) 2 (b) 3 (c) 4 (d) 5 বার;
(iii) ‘নিঃশ্রীক’ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে – (a) কুটিরের (b) বনের (c) পর্বতের (d) পারস্যদেশের;
(iv) চোরদের দেখে অলিপর্বা কোথায় লুকিয়েছিল? – (a) ওহাতে (b) বৃক্ষ শাখায় (c) ঘরে (d) পর্বতে; (HS Sanskrit Suggestion 2022)
(v) সবার শেষে গুহার মধ্যে প্রবেশ করেছিল– (a) চোর (b) ঘোড়াগুলি (c) কাঠুরে (d) দস্যু সর্দার।
উত্তর – (i) a (ii) a (iii) a (iv) b (v) d
আরো পড়ুন, মাত্র ২০ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি, এই রিচার্জ প্ল্যান মার্কেট কাঁপাবে
শ্রীমদভাগবদ্গীতা কর্মযোগ
(i) “ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু”— জাতু শব্দের অর্থ – (a) জীবিত (b) অবস্থিতি (c) জন্মায় (d) কখনও; (HS Sanskrit Suggestion 2022)
(ii) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন – (a) কৃষ্ণ (b) জনক (c) শিব (d) অর্জুন;
(iii) “তপ কৃপায় চেতস্রোেতঃ স্নাত:”- কার কৃপায় – (a) গঙ্গা (b) কৃষ্ণ (c) শিব (d) বিষ্ণ;
(iv) ত্রিলোকে কার কোন কর্তব্য নেই? – (a) মানুষ (b) অর্জুন (c) কৃষ্ণ (d) শিব।
উত্তর- (i) d (ii) b (iii) a (iv) c
পদ্যাংশ
শ্রীগঙ্গাস্তোত্রম্ (HS Sanskrit Suggestion 2022)
(i) গঙ্গা কল্পলতায় ন্যায় – (a) ফলদাত্রী (b) জলদাত্রী (c) আশীর্বাদদাত্রী (d) অভিশাপদাত্রী;
(ii) শঙ্করাচার্য নিজের বুদ্ধিকে অর্পণ করতে চাইছেন গঙ্গার – (a) মস্তক (b) পাদকমলে (c) বাল্বয়ে (d) জলে;
(iii) শঙ্করাচার্যের গুরুর নাম- (a) দেবপাদ (b) পদ্মপাদ (c) গৌড়পাদ (d) কুমারপাদ।
উত্তর- (i) a (ii) b (iii) c (iv) b (v) d
নাট্যাংশ
বাসন্তিকস্বপ্নম
(i) নাট্যাংশটি অনুবাদ কে করেছেন – (a) গোবিন্দ কৃষ্ণ মোদক (b) শঙ্করাচার্য (c) বিদ্যাসাগর (d) কৃষ্ণমাচার্য্য; (HS Sanskrit Suggestion 2022)
(ii) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল – (a) ঘন্টাধ্বনি (b) হর্ষধ্বনি (c) বংশীধ্বনী (d) মৃদঙ্গধ্বনি;
(iii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? – (a) প্রমোদ (b) মকরন্দ (c) বসন্ত (d) ইন্দুশম;
(iv) ‘বাসস্তিকস্বপ্নম’ এর মূলগ্রন্থ কোন ভাষায় রচিত? (a) সংস্কৃত (b) ইংরেজি (c) তামিল (d) বাংলা;
উত্তর- (i) d (ii) d (iii) c (iv) b
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
(i) প্রতিমানাটকম্ কার রচনা? – (a) কালিদাস (b) ভাস (c) ব্যাস (d) কৃষ্ণমাচাৰ্য্য
(ii)‘অভিজ্ঞান শকুন্তলম’-এর বিদূষকের নাম কী—– (a) বীরভদ্র (b) বসন্তক (c) মাধব্য (d) ক্ষপণক;। (HS Sanskrit Suggestion 2022)
(iii) স্বপ্নবাসবদত্তম কার লেখা– (a) কালিদাস (b) বিশাখদত্ত (C) শূদ্ৰক (d) ভাস;
(iv) মেঘদূত কে লিখেছেন ?– (a) কালিদাস (b) জয়দেব (c) শূদ্রক (d) বিশাখদত্ত:
(v) মৃচ্ছকটিকম কার লেখা ?– (a) কালিদাস (b) জয়দেব (c) শূদ্ৰক (d) বিশাখদত্ত।
উত্তর- (i) b (ii) c (iii) d (iv) a (v) c
(2) নিম্নলিখিত প্রশ্নগগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11 = 11
বনগতা গুহা (HS Sanskrit Suggestion 2022)
(i) অলিপর্বা কোন দেশের মানুষ ? উঃ-পারস্য;
(ii) দস্যুরা সংখ্যায় কতজন ছিল? উঃ – ৪০ জন;
(iii) আলিপর্বার বাসগৃহ কেমন ছিল? উঃ- পর্ণকুটিরের;
(iv) অলিপর্বের ভাইয়ের নাম কী? উঃ- কশ্যপ।
(v) অলিপর্বার কটি গাধা?
(vi) কশ্যপ কীভাবে ধনবান হয়েছিল?
পদ্যাংশের (যে কোন তিনটি)
শ্রীগঙ্গাস্তোত্রম্
(i) কে শোকে পতিত হয় না ? উঃ – যে গঙ্গাকে প্রণাম করে;
(ii) এই পদ্যাংশটি কোন ছন্দে রচিত? উঃ—পজঝটিকা;
(iii) গঙ্গা কার মস্তকে বাস করেন? উঃ–শঙ্করের;
(iv) ‘ভৃত্যশরেণ্য’ কাকে বলা হয়েছে? উঃ–গঙ্গাকে।
(v) মুনিবর কে? (HS Sanskrit Suggestion 2022)
(vi) বিধু কথার অর্থ কী?
শ্রীমদ্ভাগবদ গীতা কর্মযোগঃ
(i) গীতার অপর নাম কী? উঃ-যোগশাস্ত্র;
(ii) মানুষ কীভাবে নৈষ্কর্ম প্রাপ্ত হয়? উঃ —কর্মের দ্বারা;
(iii) শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রমাণ করেন, অন্যেরা তা কী করেন? উঃ— অনুসরণ করেন;
(iv) পরম সিদ্ধিলাভ কে, কীভাবে করেন? উঃ—জ্ঞানী ব্যক্তি কর্ম দ্বারাই পরম সিদ্ধিলাভ করেন। (HS Sanskrit Suggestion 2022)
(v) গীতায় কতগুলি অধ্যায় আছে। নাট্যাংশের (যে কোন তিনটি)
বাসন্তিকস্বপ্নম্
(i) ‘দর্শ’ শব্দের অর্থ কী? উঃ-অমাবস্যা;
(ii) রাজা ইন্দ্রবর্মার রাজধানী কোথায় ছিল? উঃ―বৈবস্বত নগরে;
(iii) নাটক শুরু হওয়ার কতদিন পর রাজার বিবাহ হয়? উঃ চারদিন
(iv) রাজা ইন্দু শর্মাকে কী অবস্থায় দেখেছিল? উঃ– কোপ শোকাবিস্ট অবস্থায়
(v) রাজার বিয়ের আর কতদিন বাকী? (HS Sanskrit Suggestion 2022)
(vi) কৌমুদির বাবার মনোনিত পাত্র কে?
সংস্কৃত সাহিত্যের ইতিহাস (যে কোন দুইটি)
(i) উদয়নের রাজধানীর নাম কী? উঃ—বৎস; (HS Sanskrit Suggestion 2022)
(ii) ‘ভাস হল সরস্বতীর নির্মল হাস্য’—এই উক্তি কার. উঃ—জয়দেবের;
(ii) শল্য চিকিৎসা পদ্ধতির প্রবর্তক কে? উঃ–ধন্বন্তরি; (iv) গীত গোবিন্দ কার রচনা?
(v) মেঘদূতের নায়ক কে?