HS History Suggestion 2022 PDF – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন
HS History Suggestion 2022 PDF ফ্রী ডাউনলোড – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন,
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও। (প্রতিটি বিভাগ থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : (8×5 = 40)
বিভাগ-ক
(i) জাদুঘর কাকে বলে? অতীত পুনঃনির্মাণে জাদুঘরের পরিচয় দাও। অথবা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো।
(ii) ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ কী ছিল? অথবা ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল?
(iii) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো অথবা ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।
(iv) বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর। অথবা ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা কর।
বিভাগ-খ
(i) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব লেখো। অথবা – ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা কর।
(ii) লখনউ চুক্তির শর্তাবলি ব্যাখ্যা কর। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা – ১৯৪২ খ্রিষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অবদান লেখো। HS History Suggestion 2022 PDF
(iii) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে INA / নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। অথবা আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নানকিং সন্ধির (১৮৪২) শর্তগুলি আলোচনা কর। HS History Suggestion 2022 PDF
Part-B (Marks-40)
1) বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×24 = 24
1) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় – (a) থুকিডিডিসকে (b) হেরোডোটাসকে
(c) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে। HS History Suggestion 2022 PDF
(2) ল্যুভর মিউজিয়াম অবস্থিত – a) ফ্রান্সে (b) জার্মানিতে (c) ইংল্যাণ্ডে (d) হল্যাণ্ডে।
(3) রাজতরঙ্গিনী রচনা করেন – a) কৌটিল্য (b) কলহন (c) বিলহন (d) মমতা।
(4) “ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয়, কমও নয়।” উক্তিটি কার? – (a) র্যাংকে (b) ই-এইচ কার (c) জেমস মিল (d) বিউরি।
(5) রেগুলেটিং আইন পাশ হয়েছিল কতসালে? – (a) 1990 (b) ১৭৭১ (c) ১৭৭৩
(d) ক-এর সঙ্গে স্তম্ভ খ মেলাও :–
(i) ফারুকশিয়ারের ফরমান | (a) ১৭৭৩ |
(ii) পিটের ভারত শাসন আইন | (b) ১৭৭১ |
(iii) রেগুলেটিং আইন | (c) ১৭৬৫ |
(iv) কোম্পানির দেওয়ানি লাভ | (d) ১৭৭৪ |
(a) (i) B (ii) D (iii) A (iv) C (b) (i) C (ii) B (ii) D (iv) A (C) (i) D (ii) C (iii) A (iv) B (d) ১৭৮৪ (d) (i) A (ii) B (ii) C (iv) D
(7) পিটের ভারত শাসণ আইন কতসালে পাশ হয়েছিল? a) ১৭৭৩ (b) ১৭৭৪ (C) ১৭৮৩ (d) ১৭৮৪। HS History Suggestion 2022 PDF
(৪) টিয়েনসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? (a) ১৮৫৭ (b) ১৮৫৮ (c) ১৮৫৯ (d) ১৮৬০। HS History Suggestion 2022 PDF
(9) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল— a) পাঞ্জাবে (b) দঃ ভারতে (c) বিহারে (d) বাংলায়।
(10) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন – a) মুর্শিদকুলি (b) আলিবর্দি খাঁ (c) সুজাউদ্দিন (d) সিরজা-উদ্দৌলা।
(11) বন্দিবাসের যুদ্ধ হয় কত সালে? – a) ১৭৬০ (b) ১৭৬৫ (c) ১৭৭০ (d) ১৭৭২।
(12) ভারতে রেলবোর্ড কতসালে গঠিত হয়? – a) ১৮০৫ (b) ১৯০৭ (c) ১৯০৫ (d) ১৮০৭।
(13) এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? – a) ভারত (b) চিন (c) ইন্দোনেশিয়া (d) শ্রীলঙ্কা।
(14) চিনে ৪ মে আন্দোলনের নিরিখে ‘জিউগুয়ো’ স্লোগানের অর্থ ছিল—
a) বিদেশিরা দূর হটো (b) দেশকে রক্ষা করো (c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই (d) চিন কেবল চিনাদের জন্য। HS History Suggestion 2022 PDF
(15) কতসালে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়েছিল?- a) ১৮১৫ (b) ১৮১৬ (c) ১৮১৭ (d) ১৮১৮।
(16) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন – a) রামমোহন রায় (b) বিদ্যাসাগর অক্ষয়কুমার দত্ত (d) ভূদেব মুখোপাধ্যায়।
(17) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা কতসালে হয়? – a) ১৯৪০ (b) ১৯৪২ (c) ১৯৪৩ (d) ১৯৪8
(18) কতসালে পুণাচুক্তি স্বাক্ষরতি হয়েছিল? — a) ১৯৩০ (b) ১৯৩১ (c) ১৯৩২ (d) ১৯৩৩
(19) মৰ্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? – a) ১৯০৬ (b) ১৯০৯ (c) ১৯১৫ (d) ১৯১৯। HS History Suggestion 2022 PDF
(20) মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্থানের দাবি তোলা হয় সেটি হল – a) ঢাকা (b) করাচি (c) লাহোর (d) লখনউ। HS History Suggestion 2022 PDF
(21) লখনউ চুক্তি কবে সম্পাদিত হয়? – a) ১৯১৬ (b) ১৯১৯ (c) ১৯০৬ (d) ১৯০৯।
(22) ‘Now or Never’ বইটির লেখক– a) গান্ধিজি (b) নেতাজী (c) জিন্নাহ (d) চৌধুরি রহমত আলি।
সম্পূর্ণ ইতিহাস সাজেশন পিডিএফ লিংক, ক্লিক করুন
আরও পড়ুন, Jio Recharge Plan : জিও নিয়ে এলো দেশের সবচেয়ে সেরা সব প্লান!