Bank Holidays in April – চলতি সপ্তাহে চারদিন ব্যাংক বন্ধ, ব্যাংকে যাওয়ার আগে দেখুন Breaking News।

Bank Holidays in April – দুই দিনের মধ্যেই সেরে ফেলুন ব্যাংকের সমস্ত কাজ।

আপনার যদি ব্যাংকে কিছু কাজ থাকে, তবে সাবধান, চলতিমাসে বেশ কয়েকটি ছুটি রয়েছে (Bank Holidays in April). তাই ব্যাংকের কাজ থাকলে এই লিস্ট টি দেখে নিন, নয়তো ব্যাংকে গিয়ে ফিরে আসতে হবে। চলতি সপ্তাহেই টানা ৪ দিন ছুটি থাকছে ব্যাংক।

আর দুদিন পর পহেলা বৈশাখ। তার সাথে রয়েছে অন্যান্য কয়েক দিনের ছুটি। এ সময় ব্যাংকে গেলেও কোন প্রয়োজনীয় কাজে সারতে পারবেন না গ্রাহকেরা (Bank Holidays in April)।

প্রতিদিন মাত্র ৮ টাকা জমিয়ে ১৭ লাখ টাকা রিটার্ন দিচ্ছে LIC

১৪ই এপ্রিল (বৃহস্পতিবার)-
এদিন মহাবীর জয়ন্তী / ভীমরাও আম্বেদকর জয়ন্তী /বিজু উৎসব / বৈশাখী / তামিল নববর্ষ দিবস / বোহাগ বিহু উৎসব উপলক্ষে দেশের অনেক শাখার বেশিরভাগ ব্যাংক বন্ধ থাকবে। তার সাথে সাথে সিমলা এবং শিলং জোনেও কোনো কাজকর্ম হবে না।

১৫ই এপ্রিল (শুক্রবার) –
বাংলা নববর্ষ / হিমাচল দিবস / গুড ফ্রাইডে / বিশু / বোহাগ বিহু উৎসব উপলক্ষে দেশের বহু ব্যাংক বন্ধ থাকবে। এই সপ্তাহের বহু ব্যাংক পর পর ২ দিন ছুটি থাকবে। তবে জয়পুর, জম্মু এবং শ্রীনগর জোনের ব্যাঙ্কগুলি খোলা থাকবে (Bank Holidays in April)।

১৬ এপ্রিল (শনিবার)-
এছাড়া অসমের রাজধানী গোহাটিতে বোহাগ বিহু উপলক্ষে শনিবার সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

১৭ এপ্রিল (রবিবার)-
রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের সমস্ত ব্যাংক এমনিতেই বন্ধ থাকে (Bank Holidays in April)।

এদিকে ১৪এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত টানা ৪ দিন অসমের গোহাটিতে ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকবে।

আরও দেখুন- আর বাধ্যতামূলক নয় মাস্ক, রাজ্যে বাতিল করা হল মাস্ক পরার নিয়ম

সুতরাং ব্যাংকের পেন্ডিং কাজ থাকলে এখুনি সেরে ফেলুন, নয়তো পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া চারদিন ছুটির পর ব্যাংকে ভীড় হবে। তাই জেনে বুঝে ব্যাংকে যাওয়াই ভালো। ATM এ ও টাকা না থাকতে পারে, তাই টাকা তোলার থাকলে এখুনি তুলে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment