Interest rates – পহেলা এপ্রিল থেকে বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা।
১ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আরও একটি নতুন অর্থবর্ষ (PF PPF NPS SSY Interest rates)। আগের অর্থবর্ষে বেশ কয়েকটি স্কিমে সুদের হার কমিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। তবে নতুন নতুন অর্থবর্ষে কিছুটা স্বস্তির খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন প্রকল্পে কি হারে সুদ পাবেন, রইলো বিস্তারিত বিবরণ।
আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আপাতত কোনো প্রকল্প থেকেই কমছে না গ্রাহকদের জন্য সুদের হার (Interest rates)। তবে একদিকে এটি যেমন স্বস্তির খবর, অন্যদিকে এটাও বলে দিচ্ছে যেসমস্ত গ্রাহকেরা বেশি সুদ আশা করেছিলেন তারা আশাহত হতে চলেছেন।
এতদিনের চলে আসা নিয়ম অনুযায়ী বলা যায়, অর্থবর্ষ শুরুর প্রথম ৩ মাসের সুদের হার (Interest rates) ঘোষণা করা হয় গ্রাহকদের জন্য, যেটি আপাতত অপরিবর্তিত রয়েছে। এরপর ফের জুলাই মাসে বদল ঘটতে পারে সুদের হারের। অর্থাৎ বছরের শুরুতে সুদের হার না বাড়ছে আর না তো কমছে।
আয়কর প্রদান আখেরে আমাদের দেশের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করার ক্ষেত্রে সাহায্য করে। তবে এই আয়কর দেওয়াকে অনেকে এড়ানোর জন্য অনেক রকম ফন্দি আটেন। Interest rates
অনেকে আবার আয়কর বাঁচানোর পাশাপাশি সুদ থেকে একটা নিশ্চিত আয়ের জন্য কেন্দ্রীয় সরকারের তৈরী একটি স্কিম অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) -এ টাকা বিনিয়োগ করেন। এই প্রকল্পে এখন ৭.১% হরে বিনিয়োগকারীদের অডিও প্রদান করা হচ্ছে।
অন্যদিকে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদ মেলে ৫.৮% হরে। এছাড়াও এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৫% হারে এবং একের বেশি থেকে পাঁচ বছর মেয়াদি টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৫% থেকে ৬.৭% হারে। তবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে টাকা জমালে বিনিয়োগকারীরা আপাতত সুদ পাচ্ছেন ৬.৮% হারে।
আরও পড়ুন, অবসর জীবন সুনিশ্চিত করতে LIC নিয়ে এলো গরীব পেনশন যোজনা।
প্রবীণ নাগরিকদের কথা ভুলে গেলে চলবে না। পাঁচ বছরের প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে সুদ বাবদ মিলছে ৭.৪% হারে টাকা। তবে আপাতত এগুলির মধ্যে সুদের হারে সবচেয়ে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। দেশের কন্যা সন্তানদের জন্য তৈরী এই স্কিমে টাকা জমালে গ্রাহকরা পাচ্ছেন ৭.৬% হারে সুদ। তাহলে আর দেরি কিসের, আজই বিনিয়োগ করুন নিজের পছন্দ মতো একটি স্কিমে।
এমনই অর্থনীতি সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে এই ওয়েবসাইটি ফলো করতে ভুলবেন না।
Written By Manisha Basak
আরও পড়ুন, নতুন অর্থবর্ষে ব্যাংকে গিয়ে এই কাজগুলো সেরে ফেলুন।
সন্তানের ভবিশতের জন্য পোষ্ট অফিসের সেরা স্কীম, ঝড়ের গতিতে বাড়বে টাকা