WBBSE Madhyamik Result – মাধ্যমিকে নম্বর বাড়ানোর জন্য খাতায় একি লিখেছে পরীক্ষার্থীরা!

WBBSE Madhyamik Result – নম্বর বাড়ানোর জন্য মাধ্যমিকের খাতায় একি লিখেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা!

গত ৭ মার্চ শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Result)। যথাযথ সময় না পেলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছিল সকল বিষয়ের পরীক্ষা। তবে পরীক্ষার খাতায় পড়ুয়ারা যে সকল কথা লিখে এসেছে, তাতে পরীক্ষকদের চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা।

প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও যাতে একই কাণ্ড না করে সেজন্য সংসদের তরফ থেকে নির্দিষ্ট করা হয়েছে গাইডলাইনও। না মানলে বাতিল করা হবে পরীক্ষার্থীদের খাতা। WBBSE Madhyamik Result

এছাড়া, গত ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে অর্থাৎ পরীক্ষার দিনগুলিতে জেলায় নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১ কিমি দূরত্বে ১৪৪ ধারা জারি থাকবে।

তবে বলা বাহুল্ল্য, মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার খাতায় এমন কি লিখল যার জন্য পরীক্ষকদের চক্ষু চড়কগাছ? আমাদের মধ্যে অনেকেই পাড়ার মোড়ে কিংবা রাস্তা-ঘাটে, চায়ের দোকানে এমনকি পাড়ার পিকনিকেও রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ এই সম্পর্কিত DJ গান বাজতে শুনেছি। WBBSE Madhyamik Result

২০২১ -এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও ভোটের লড়াইয়ে এই স্লোগান শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর এই স্লোগানকে ডাবিং করে ব্যাবহার করছে বিভিন্ন রাজ্যের রাজনইতিক দল। WBBSE Madhyamik Result

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এই স্লোগান পরীক্ষার খাতায় লিখে এসেছেন। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদের তরফ থেকে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক স্লোগান বা কোনও আশ্রদ্ধাকর শব্দ পরীক্ষার খাতায় লেখা থেকে বিরত থাকতে।

27শে মে মাধ্যমিকের রেজাল্ট, বিস্তারিত দেখুন।

তা না হলে বাতিল করা হবে পরীক্ষার খাতা। এমনকি খাতা RA -এও করা হতে পারে। একবার পরীক্ষার খাতা RA করা হলে পরীক্ষার্থী আগামী ৩ বছরের আগে পরীক্ষায় বসতে পারবে না। এছাড়া পরীক্ষাওকেরা জানিয়েছেন, পাশ করিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন অনেক পরীক্ষার্থী। WBBSE Madhyamik Result

তবে একথা সত্যি যে এবছর তেমন পড়তে পারেনি বহু পরীক্ষার্থী। তবে খাতায় এই ধরনের কার্যকলাপ সত্যিই চিন্তায় ফেলে দেওয়ার মতো। এই বিষয়ে আপনার কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত আরও অন্যান্য খবর পেতে চোখ রাখুন এই ওয়েবসাইটে।

জিও গ্রাহকদের মাথায় বাড়ি, আর পাবেন না এই সুবিধা, দেখতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment