Madhyamik Exam 2023 – আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা।
গতকয়েক বছর অতিমারির কারণে কোনো পরীক্ষাই (Madhyamik Exam 2023) স্বাভাবিক ভাবে হয়নি। এবছর টালবাহানার মধ্যে দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়েছিল। কিন্তু সে পরীক্ষা হওয়ার কথাও শেষ মূহুর্তে এসে জানতে পারে সকল শিক্ষার্থী।
তারা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলনা। পরীক্ষার প্রস্তুতিতে যাতে এবছর কোনো ঘাটতি না হয় সেই জন্যই এখনই তারা রুটিন জানিয়ে দিল। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কখন কি পরীক্ষা (Madhyamik Exam 2023) হবে, দেখে নেওয়া যাক।
দশম শ্রেণীর এবারের প্রথম সামেটিভ পরীক্ষা ৭ই মে এর মধ্যে শেষ করতে হবে। আর দ্বিতীয় সামেটিভ পরীক্ষা ২০ শে আগস্টের মধ্যে দিতে হবে। এই পরীক্ষা গুলি তাড়াতাড়ি হয়ে গেলে টেস্টের প্রস্তুতিও নিতে পারবে। Madhyamik Exam 2023
টেস্ট পরীক্ষা ১৭ই নভেম্বরের আগে হবেনা, কিন্তু ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এবং রেজাল্ট প্রকাশের ও দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী বছর Madhyamik Exam 2023 ফেব্রুয়ারীর শেষের দিকেই শুরু হবে বলেই জানা যাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাজেশন পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন
প্রতিটি স্কুলকে ঐ সময়ের মধ্যে পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ করতে হবে। এবং স্বচ্ছতার সাথে ডিসেম্বেরে আগের মতোই ফল বের করতে হবে অতিমারীর আগে যেমনটা হতো সেই মতোই।
অন্যদিকে, প্রতিটি স্কুল নিজেদের প্রশ্ন করবে। সিলেবাস অনুযায়ী বড়ো ছোটো সব রকমের প্রশ্নই থাকবে। নিজের স্কুলের পরীক্ষার প্রশ্নের মাথায় নাম থাকবে স্কুলের।
Written By Soumee Ghosh
মোবাইল রিচার্জ করার আগে সব কোম্পানীর সেরা প্ল্যান গুলো দেখে নিন। নাহলে নিশ্চিত পস্তাবেন।