PNB Rules 2022 – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়মাবলী প্রকাশ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এপ্রিল থেকেই পেমেন্টের ক্ষেত্রে আসছে বিরাট বদল (PNB Rules 2022)। নিয়ম না মানলে লেনদেন করা যাবে না। কি কি নিয়ম পরিবর্তিত হলো, এক নজরে দেখা যাক।
কয়েকদিন আগেই কয়েকটি ব্যাংক মার্জ করে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি পায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চলতি বছরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়মাবলির (PNB Rules 2022) কিছু পরিবর্তন আসতে চলেছে। গ্রাহকদের জন্য এমন কিছুই জরুরি তথ্য প্রকাশ হলো ব্যাংক টি। চলুন এর পরিবর্তিত নিয়মগুলি দেখে নেওয়া যাক।
চলতি বছর এপ্রিল মাসের ৪ তারিখ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়মে কিছু পরিবর্তন আনছে ব্যাংক। গ্রাহকদের ক্ষেত্রে চালু হতে চলেছে পজিটিভ পেমেন্টের এক নতুন নিয়ম। এই নিয়মের (PNB Rules 2022) মাধ্যমে কোনরকম ভেরিফিকেশন ছাড়া চেক এ পেমেন্ট করা যাবেনা।
যদি কোনো কারণে ভেরিফিকেশন অসফল থাকে বা KYC Pending থাকে তাহলে চেক ফেরত হয়ে যাবে। গ্রাহকরা যদি ১০ লক্ষ টাকার চেক ইস্যু করে তাহলে তার সঙ্গে পি পি এস কনফার্মেশন অবশ্যই করতে হবে।
ভেরিফিকেশনের সময় গ্রাহকদের একাউন্ট নাম্বার ,চেক ডেট ,চেক নম্বর , আমাউন্ট ডিটেইলস, পেমেন্ট এড্রেস এইসমস্ত তথ্য নোট করতে হবে ও চেক করে নিতে হবে। চেক ভেরিফিকেশনের সময় কিভাবে এই সমস্ত তথ্য নথিভুক্ত করবেন তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন PNB ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন, পাল্টে গেল ইনকাম ট্যাক্সের নিয়ম, মাথায় হাত গরীব মানুষের।
সমস্ত তথ্য জানতে আপনারা এই ব্যাংকের pnbindia.in এই ওয়েব সাইটে ক্লিক করতে পারেন অথবা কল করতে পারেন ১৮০০-১০৩-২২২২ বা ১৮০০-১৮০-২২২২ এই দুটি টোল ফ্রী নম্বর এ। ফোন করে পজিটিভ পেমেন্টের যাবতীয় তথ্য জেনে নিতে পারেন।
বেশ কয়েকদীন ধরেই ফ্রড কেস এ চারিদিক ভরে গেছিল। ফ্রড পেমেন্টের চেক ফেলা হতো ব্যাংক গুলি তে। যার জন্য রিজার্ভ ব্যাংক পজিটিভ পেমেন্ট নিয়মটি চালু করেন। ২০২২ সালের ১ লা জানুযারি থেকেই এই নিয়ম ধার্য করার নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাংক।
অনেক ব্যাংকের ক্ষেত্রেই চালু হয়ে গেছে নিয়ম টি। তবে এই নিয়ম চালু হওয়ার ফলে ফ্রড কেস এর হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি সুবিধে হবে গ্রাহকদের ও। পজিটিভ পেমেন্টের মাধ্যমে চেক পেমেন্ট করলে পেমেন্ট যথেষ্ঠ নিরাপদ হবে। এবং চেক ক্লিয়ারান্স ও অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে।
পি পি এস নিয়ম (PNB Rules 2022) অনুযায়ী এস এম এস অ্যাপ বা নেট ব্যাংকিং কিংবা এটিএম এর মাধ্যমে চেকের সমস্ত ডিটেইলস আপডেট করতে হবে। যদি এতে কোনো ভুল পাওয়া যায় তাহলে চেক ক্লিয়া রেন্স আটকে দেওয়া হবে।
২০২২ সালের ৪ ঠা এপ্রিল থেকে এমনই নিয়ম লাঘু করছে পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংক। এই ক্ষেত্রে পি পি এস কনফার্মেশন (PNB Rules 2022) না এলে গ্রাহকদের চেক ফেরত দিয়ে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে।
আরও পড়ুন, এবার সেভিংস একাউন্টেই মিলবে ফিক্সড ডিপোজিটের হারে সুদ।
রাজ্য রেশন ব্যবস্তায় বড় বদল। বাতিল হল লক্ষ লক্ষ রেশন কার্ড।