HS Bengali Suggestion 2022 PDF Free Download : উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ফ্রী পিডিএফ ডাউনলোড
HS Bengali Suggestion 2022 PDF Free Download – লাস্ট মিনিট উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ফ্রী পিডিএফ, HS Bengali Suggestion 2022 উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার সাজেশন ২০২২ (West Bengal Higher Secondary Bengali Suggestion 2022)। নামী স্কুলের বিশিষ্ট শিক্ষক মন্ডলীর দ্বারা প্রস্তুতকৃত এবং EK24 News এর শিক্ষা বিভাগের সম্পাদিত সাজেশন।
অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ HS Bengali Suggestion 2022 PDF
আমার বাংলা
(১) “জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর।”- কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কী রকম অত্যাচার করা হত? HS Bengali Suggestion 2022 PDF
(২) মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা কর।
(৩) “ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন।” – শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন?- তা ব্যাখ্যা কর।
(৪) “নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফূর্তিতে বাড়ির দিকে সে চলল”- কার কথা? সে নতুন ছাতি কীভাবে পেল? HS Bengali Suggestion 2022 PDF
৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5
ভাষা
(১) দুটি করে উদাহরণ সহ ‘গুচ্ছধ্বনি’ ও ‘যুক্ত ধ্বনি-র পরিচয় দাও।
(২) অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
(৩) রূপমূল কাকে বলে? উদাহরণ সহ স্বাধীন ও ‘পরাধীন’ রূপমূল এর পরিচয় দাও।
(৪) উদাহরণ সহ ‘ধ্বনিমূল’ ও ‘সহধ্বনি’-র সম্পর্ক বুঝিয়ে দাও।
(৫) মুন্ডমাল শব্দ কী? উহাহরণ সহ বুঝিয়ে দাও।
৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5
বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
(১) বাঙালির বিজ্ঞানচর্চায়- সত্যেন্দ্রনাথ বসুর / জগদীশচন্দ্র বসুর / মেঘনাথ সাহার / প্রফুল্লচন্দ্ৰ রায়ের অবদান লেখো। EK24 News HS Bengali Suggestion 2022 PDF
(২) চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডাঃ বিধান চন্দ্র রায়ের / নীলরতন সরকারের / রাধা গোবিন্দ করের অবদান ব্যাখ্যা কর।
(৩) চিত্রকলা চর্চায় নন্দলাল বসু / রামকিঙ্কর বেইজ / যামিনী রায় / অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর।
(৪) বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটক / সত্যজিৎ রায় / তপন সিংহের অবদান লেখো। (৫) পট কী? এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুতি কর। HS Bengali Suggestion 2022 PDF
৮। নিন্মলিখিত যে কোন একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : 1 X 10 = 10
৮.১। নিন্মে প্রদত্ত মানস- মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
(১) ভারতের জাতীয় সংহতি জাতীয়তাবোধ এবং তার প্রভাব / সংহতি রক্ষার উপায় / ভাষাগত বৈষম্য / সাম্প্রদায়িকতা / উগ্র জাতীয়তাবাদ / বিচ্ছিন্নতা।
(২) টোকিও অলিম্পিকস।
(৩) প্রাকৃতিক বিপর্যয়। HS Bengali Suggestion 2022 PDF
(৪) শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধূলা।
(৫) বিজ্ঞান ও কুসংস্কার।
(৬) বিজ্ঞাপন ও আধুনিক জীবন।
(৭) বইমেলা।
(৮) শিক্ষাবিস্তারে গণমাধ্যম / বাংলার উৎসব।
৮.২। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা কর।
বাংলা বইয়ের দুঃখ।
বিলেতে অন্ততঃ সামাজিকতার দিক থেকেও লোক বই কেনে। কিন্তু আমাদের দেশে সে বালাই নেই। ওদেশে বাড়িতে গ্রন্থাগার রাখা একটা আভিজাত্যের পরিচয়। শিক্ষিত সকলেরই বই কেনারর অভ্যাস আছে। না কিনলে নিম্নে হয় হয়তো বা কর্তব্যেরও জুটি ঘটে। আর অবস্থাপন্ন লোকেদের তো কথাই নেই। তাদের প্রত্যেকেরই বাড়িতে এক একটা বড়ো গ্রন্থাগার আছে। কিন্তু, দুর্ভাগ্য জাত আমরা। আমাদের শিক্ষিতদের মধ্যেও পুস্তকের প্রচলন নেই। HS Bengali Suggestion 2022 PDF
৮.৩। প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমান করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করোঃ বিতর্কের বিষয় : বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল।
মতের পক্ষে :- নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনের সুযোগ দেয় বিজ্ঞাপন। কিন্তু এখানেই থেকে যায় প্রতারিত হওয়ার আশঙ্কা। বিজ্ঞাপনের জৌলুসে বিভ্রান্ত হয়ে যখন নিম্নমানের দ্রব্য ক্রয় করা হয়, তারপর আক্ষেপ ছাড়া কিছুই করার থাকে না। মানুষ নিজের সামর্থ্যের কথা ভুলে গিয়ে বিজ্ঞাপনের প্রলোভনে পণ্য সংগ্রহ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। EK24 News HS Bengali Suggestion 2022 PDF
কখনো কখনো রুচিহীন বিজ্ঞাপন বিশেষভাবে অল্পবয়সীদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি সাধন করে। মুনাফা লাভের জন্য পণ্য প্রস্তুতকারক বা বিক্রেতা অনেক ক্ষেত্রে ভুল তথ্য বিজ্ঞাপনে পরিবেশন করেন। পরিণত শিক্ষিত মানুষও এর ফলে অনেক সময় বিভ্রান্ত বোধ করেন। তাই বিজ্ঞাপনী প্রচার নয়, পণ্য দ্রব্যের গুনগত মান গুরুত্বপূর্ণ হওয়াও আবশ্যক।
৮.৪। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
স্বামী বিবেকানন্দ
জন্মঃ ১৮৬৩ খ্রিঃ ১২ জানুয়ারি, কলকাতার সিমলায়। পিতা ও মাতাঃ বিখ্যাত আইনজীবি শ্রী বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী। শিক্ষা জীবন : মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন। রামকৃষ্ণদেবের সান্নিধ্য দক্ষিনেশ্বরে রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ।
১৮৮৬ খ্রিঃ রামকৃষ্ণদেবের দেহ ত্যাগের পর বরানগরে রামকৃষ্ণ মঠ স্থাপন। কর্মজীবনঃ ১৮৯৩ খ্রিঃ শিকাগো মহাধর্মসভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা। ইংল্যান্ড ভ্রমণ, ১৮৯৭ খ্রিঃ স্বদেশে প্রত্যাবর্তন ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। HS Bengali Suggestion 2022 PDF
উল্লেখযোগ্য রচনা : কর্মযোগ, ভক্তিযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি।
মৃত্যু: ১৯০২ খ্রি: ৪ঠা জুলাই।
সম্পূর্ণ বাংলা সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন