WB HS Exam – উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশী নম্বর পেতে, জ্যোতিষ বিদ্যার পরামর্শ ও উপদেশ।

WB HS Exam – উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল হতে দেখে নিন জ্যোতিষ বিদ্যার কিছু উপদেশ।

পরীক্ষার জন্য প্রস্তুতি এখন চরম পর্যায়ে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (WB HS Exam)। আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও আমরা প্রত্যেকেই একবার করে হলেও দেবতাদের স্মরণ করি। বিভিন্ন জনের শ্রদ্ধার বিষয়গুলি যদিও আলাদা।

আপনি যদি জ্যোতিষ বিদ্যার এই বিষয়গুলি মেনে চলেন তাহলে লাভ কিন্তু আপনারও হতে পারে। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তরকে বহুদূর। মানবেন কি মানবেন না সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।

জ্যোতিষ বিদ্যার পরামর্শ ও উপদেশ

১) সূর্যকেও বুদ্ধির দেবতা মনে করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য সূর্যের পুজো করুন প্রতিদিন। সকালে স্নান করার পর লোটায় জল দিয়ে তাতে সামান্য চাল, লাল চন্দন ও ফুল দিয়ে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এর ফলে বুদ্ধি বাড়বে এবং পরীক্ষায় সাফল্য লাভ করবেন আপনি। (WB HS Exam)

২) যে টেবিলে বসে পড়াশোনা করেন, তা সবসময় পরিষ্কার রাখুন ও তাতে খাবার খাবেন না। এঁঠো জিনিস রাখবেন না। (WB HS Exam)
৩) সকালে পড়াশোনা করলে ভালো ফলাফল লাভ করতে পারবেন।

৪) পড়ুয়ারা গলায় সরস্বতী যন্ত্র ধারণ করলেও ইতিবাচক ফলাফল পেতে পারেন।
৫). কিছু কিছু ছাত্রের স্মৃতি শক্তি দুর্বল হয়। তুলসী পাতায় মিশ্রী দিয়ে খেলে স্মরণ শক্তি বৃদ্ধি
পায়। (WB HS Exam)
৬)গণেশ চালিসা পাঠ করুন ও পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেদের ইষ্টদেবতাকে স্মরণ করুন।

৭) পরীক্ষার ৫ দিন আগে থেকে মিষ্টি দই খাওয়া শুরু করুন। যে দিন পরীক্ষা দিতে যাচ্ছেন, সে দিন দই চিনি খেয়ে বের হন। পরীক্ষা ভালো হবে।
৮).স্নানেরপর পরীক্ষার দিনে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন

৯). পরীক্ষার আগের দিন গুলো থেকে পাখিদের ৭ ধরনের অন্ন খাওয়ান। গরুকে গুড় বা আটা খাওয়ালেও ফল পেতে পারেন। (WB HS Exam)
১০). পরীক্ষার দিনে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন। এতে আপনি আত্মবিশ্বাস পাবেন 

১১). পরীক্ষা যদি সোমবারে হয় নিজের মুখ আয়নাতে দেখুন। একট পান পাতা কিনে শিবলিঙ্গে অর্পণ করুন।
১২). মঙ্গলবার পরীক্ষা হলে, সেদিন বজরংবলীকে ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন। প্রসাদ হিসেবে তা খেয়ে পরীক্ষা দিতে যান।

১৩) বুধবার পরীক্ষা দিতে যাওয়ার আগে গণেশের আরতি করবেন। ভালো ফলাফল লাভ করবেন।
১৪) আপনার কোনো পরীক্ষা যদি শুক্রবারে হয় লক্ষীকে পায়েসের ভোগ দিন। পরে আপনি তা প্রসাদ হিসাবে খান।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে নয়া নিয়ম!  প্রশ্নপত্রে হতে চলেছে আমুল পরিবর্তন।

১৫) শনিবার পরীক্ষা হলে অবশ্যই বজরংবলী ও শনি দেবতাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবেন।
এই প্রতিবেদন টি Astro Version এর বিশিষ্ট জ্যোতিষ বিশারদের লেখা। EK24 News শুধুমাত্র আর্টিকেলটি ফলো করেছে।
Uploaded By – Soumee Ghosh

উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment