Post Office Rules – ১ এপ্রিল থেকে পোস্ট অফিসের সেভিংস স্কিমে লাগু হচ্ছে নতুন নিয়ম।
নতুন অর্থবর্ষ শুরুর আগে প্রায় প্রত্যেকটি ব্যাংক ও অর্থ লগ্নি সংস্থা কিছুনা কিছু নতুন নিয়ম (Post Office Rules) সংযোগ ও পরিবর্তন করে। পোষ্ট অফিস ও তার ব্যাতিক্রম নয়। আর পহেলা এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করছে পোষ্ট অফিস। যা না মানলে সমস্যা হবে আপনারই। কি কি করতে হবে, বিস্তারিত দেখে নেওয়া যাক।
পিপিএফের (PPF) পর এবার পোস্ট অফিসের সেভিংস স্কিমে নিয়ম (Post Office Rules) বদল হতে চলেছে। ইন্ডিয়া পোস্ট এখন পোস্ট অফিস থেকে সঞ্চয়ের ক্ষেত্রে সুদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে। ১লা এপ্রিল থেকে সুদের টাকা আমানতকারীরা আর নগদে হাতে পাবেন না। এই টাকা নিতে হলে আপনাকে লিংক করতে হবে। কি করবেন, এক নজরে দেখে নিন।
সম্প্রতি অর্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আমানতকারীরা বা পোষ্ট অফিসের গ্রাহকেরা পহেলা এপ্রিল ২০২২ থেকে মাসিক আয় প্রকল্প বা এমআইএস (MIS), সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD) এর টাকা আর নগদে পাবেন না (Post Office Rules)।
প্রসঙ্গত প্রতি মাসের টাকা লাইন দিয়ে হাতে হাতে নিতে হতো গ্রাহকদের। আর নতুন এই নিয়মে, তার বদলে সরকার কর্তৃক সুদের টাকা সরাসরি ভাবে সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। এই নতুন নিয়মে আমানতকারীরা মাসিক (মাসে একবার), ত্রৈমাসিক (তিন মাসে একবার) বা বার্ষিক সুদের হারেও যদি টাকা নিতে চান তাহলেও এই নিয়মই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অর্থাৎ এতে আখেরে লাভই হবে গ্রাহকদের। কোনও কারনে পেমেন্টের দিন গ্রাহক পোষ্ট অফিসে না এলেও তার টাকা সেভিংস একাউন্টে চলে যাবে। তিনি যেকোনো দিন টাকাটা তুলতে পারবেন। (Post Office Rules)
আরেকটি সুবিধা হলো, যদি তার পুরো টাকার প্রয়োজন না হয়, তিনি যতটা প্রয়োজন ততটাই তুলতে পারবেন। তাতে সেই সুদের টাকার ও চক্রব্রিদ্ধি সুদ পাবেন। অনেকের কোনও মাসে টাকা না তোলার হলে সেই টাকা সেভিং একাউন্টেই থাকবে।
এবার সরকারী নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে বিনিয়োগকারী যদি তার সেভিংস স্কিমের সাথে পোস্ট অফিসের বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে না থাকেন তাহলে ৩১ মার্চ, ২০২২ এর আগে পোস্ট অফিসের স্কিমটিকে সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে (Post Office Rules)।
ব্যাংকের থেকে সুদের হার বেশি হওয়ায় পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করেন বহু বিনিয়োগকারী। তবে ১ এপ্রিলের আগে অ্যাকাউন্ট লিঙ্ক করানো না হলে প্রাপ্ত সুদ পোস্ট অফিসে বিভিন্ন অফিস অ্যাকাউন্টে জমা হবে এবং তা কেবল পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে তোলা যাবে।
আরও পড়ুন, গোলাপী রঙের কুড়ি টাকার নোট থাকলেই মালামাল, এক নোটে লাখ টাকা।
SCSS, MIS, TD-এর ক্ষেত্রে সুদের হার বেশি হওয়ায় আমানতকারীরা এগুলিতে বেশি বিনিয়োগ করে থাকেন। তাই পোস্ট অফিসের এই নতুন নিয়মটিও আমানতকারীদের মেনে চলতে হবে। আপনারও যদি এই স্কিমে অ্যাকাউন্ট থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব লিঙ্ক করানোর ব্যবস্থা করুন।
এই নতুন নিয়মে (Post Office Rules) গ্রাহকের সুবিধা হবে? নাকি অসুবিধা হবে? আপনার কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং অর্থনৈতিক আরও তথ্য পেতে নিচের লিঙ্কগুলিতে প্রেস করুন।
সেরার সেরা লাইফ কভারেজ প্ল্যান! মাত্র ৪ বছরের প্রিমিয়াম দিয়ে পেয়ে যান ১ কোটি টাকার সুবিধা।
বার্ষিক আয় বা বেতন ১২ লাখ টাকা হলেও দিতে হবেনা ইনকাম ট্যাক্স, দেখুন কিভাবে।