Investment Calculator – প্রতিদিন অল্প টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়ার সহজ উপায়।
কোটিপতি হতে কে না চায় কিন্তু চাইলেই তো সম্ভব নয়। আজ লোকের নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যে আবার কোটিপতি? তবে কিছু উপায় (Investment Calculator) মেনে চললে এটাও সম্ভব। যদি বলি এমন একটা উপায় আছে যা থেকে আপনি খুব সহজেই কোটিপতি হতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। অবাক হওয়ার মতো হলেও কথাটি সত্যি।
উপায়টি হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দ্বারা। শেয়ার মার্কেট কথাটি শুনলেই সবাই দুপা পিছিয়ে যায় ঝুঁকির ভয়ে। এবং কথাটি সত্যি, ঝুঁকি তো আছেই কিন্তু সেই ঝুঁকি কমানোর উপায়ও আছে। এমনই একটি উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড (Mutual Fund Investment Calculator)। তাই যদি সঠিক নিয়মটি জানতে চান তবে পুরো আর্টিকেল পড়ুন, ভাল লাগলে ব্যাবহার করবেন, নইলে করবেন না।
কী এই মিউচুয়াল ফান্ড?
শেয়ার মার্কেটে কেনাবেচা হয় বিভিন্ন কম্পানীর শেয়ার (SIP Investment Calculator)। বিনিয়োগকারীরা এই শেয়ার সরাসরি কেনেন এবং বিক্রি করেন। কিন্তু এতে লাভ যেমন লোকসানের সম্ভবনাও ততটাই।
এখানেই আসে মিউচুয়াল ফান্ড। এরা আপনার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কোম্পানীর শেয়ারে একটু একটু করে বিনিয়োগ করে। আপনার মূলধন একাধিক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে কোথাও যদি লোকসানও হয় অন্য জায়গার লাভের অঙ্ক দিয়ে তা ম্যানেজ হয়ে যায়। ফলে আপনার মূলধন গড়পরতায় লাভ নিয়ে আসে, এবং এই লাভের পরিমাণ নিতান্ত কম নয়। বুল মার্কেটে (ভালো সময়ে) বহু মিউচুয়াল ফান্ড ১৫%-২০% পর্যন্ত বার্ষিক রিটার্ন দেয়।
কীভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য খুব বেশী মূলধন লাগেনা। আপনি মাসে ৫০০ টাকা থেকেই শুরু করতে পারেন। এখানে SIP (Systematic Investment Plan) অনুযায়ী প্রতি মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করলেই চক্রবৃদ্ধি সুদের খেল দেখতে পাবেন কয়েক বছরেই।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার সুযোগ
মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হওয়া খুব সহজ, তবে আপনাকে দিতে হবে ধৈর্য্যের পরীক্ষা। একবার লস হলেই টাকা তুলবেন না। মনে রাখবেন যে শেয়ার এর দাম কমে গেছে, সেই শেয়ার বেশী করে কিনবেন। সমুদ্রের ঢেউ একবার উপরে অঠে একবার নিচে নামে। এটাই নিয়ম।
৯০% সরকারি ভর্তুকি সাহায্য নিয়ে দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লাখ লাখ টাকা করুন
সহজ ফর্মুলা (Investment Calculator)
মাসিক ১০০০ টাকা ১৫% সুদে ৪০ বছর ধরে বিনিয়োগ করলে আপনার মোট বিনিয়োগের পরিমান দাঁড়াবে ৪,৮০,০০০ টাকা। এবং আপনার মোট রিটার্ন আসবে ৩,১৪,০৩,৭৫৫ (তিন কোটি চোদ্দ লক্ষ তিন হাজার সাতশো পঞ্চান্ন) টাকা।
এক চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর যদি ১০০০ টাকা না দিতে পারেন তবে ১০০ টাকা করে দিন, তাতেও আসবে ৩১ লক্ষ টাকা (Investment Calculator)। তাতেও বা কম কি?
বার্ষিক আয় বা বেতন ১২ লাখ টাকা হলেও দিতে হবেনা ইনকাম ট্যাক্স, দেখুন