Work From Home Online – বাড়িতে বসে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে বাংলা আর্টিকেল লিখুন এবং আয় করুন।
বর্তমানে সকল পড়ুয়া পড়াশোনা করার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি শিখে থাকেন। এই সকল পড়ুয়াদের মধ্যে অনেকেই চান বাড়িতে বসে (Work From Home Online) পড়াশোনার পাশাপাশি আয় করতে । তারা এই সুযোগটি কাজে লাগিয়ে দেখতেই পারেন।
মোবাইল এবং ইন্টারনেটের সাহায্যে খুব সহজে রোজগার করা যাবে বাংলা আর্টিকেল লিখে (Work From Home Online)। অনেকেরই বাড়িতে ল্যাপ্টপ, কম্পিউটার বা ব্রডব্যান্ড না থাকায় অনলাইনে ইনকাম করতে পারেন না, কিম্বা ভালো লিখতে জানলেও আবেদন করতে পারেন না।
কিন্তু আজ যে দুটি ওয়েবসাইটের কথা বলবো, যেখানে ভালো লিখতে পারলেই হবে। ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও চলবে। আপনি মোবাইলেই সবকিছু করতে পারবেন। কিন্তু কীভাবে? তাহলে চলুন দেখে নেওয়া যাক কয়েকটি সহজ উপায়।
প্রথম ওয়েবসাইটটি হল- www.sukhobor.com
এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলা আর্টিকেল লিখে আয় করা সম্ভব। অনেকে হয়তো জানেন, এই ওয়েবসাইটের হয়ে লিখলে প্রতিটা আর্টিকেলের বিনিময়ে টাকা দেওয়া হয়। মোট ৩টি ভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আয় করা যায়। Work From Home Online
আর্টিকেল লেখার মাধ্যমে কিভাবে রোজগার করা যায়?
এখানে আর্টিকেল লেখার মাধ্যমে রোজগার করতে হলে ব্যক্তিকে প্রথমে কিছু নিয়ম-নীতি মেনে লিখতে হবে। তার সাথে প্রতিটি আর্টিকেলের ওপর তাৎক্ষনিক কিছু টাকা প্রদান করা হবে। আপনি যদি প্রতি আর্টিকেল অনুযায়ী টাকা পেতে চান তবে আপনাকে একটি বিষয় বলে দেওয়া হবে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। Work From Home Online
প্রতিটি আর্টিকেল ১ থেকে ২ পেজ এর হবে। আর্টিকেল প্রতি আপনি ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পাবেন। সবটাই নির্ভর করছে আপনি কতটা সুন্দর করে লিখতে পারেন। বাংলা টাইপ করে দিতে হবে। মোবাইল থেকেও দিতে পারবেন। Work From Home Online
ভিউয়ের সাহায্যে আয়
নিজের লেখা প্রতিটি আর্টিকেলের ভিউয়ের ওপর ব্যক্তি টাকা পাবেন। সেক্ষেত্রে ১ টি ভিউয়ের জন্য পাওয়া যাবে ০.০৫ টাকা। সুতরাং, ১০০ টি ভিউস থেকে পাওয়া যাবে ৫ টাকা। যদিও এই ওয়েবসাইটে ভিউ থেকে অনেক কম টাকা পাওয়া যায়। তবুও ব্যক্তি রেফারেল থেকে আয় করতে পারবেন।
কিভাবে টাকা পাবেন?
এই ওয়েবসাইট থেকে টাকা পাওয়ার কোনও সমস্যা নেই। আপনি আর্টিকেল প্রতি, কিম্বা প্রতি সপ্তাহে কিম্বা প্রতিমাসে পেমেন্ট নিতে পারেন। একজন করমচারী হিসাবেই কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময় পর অভিজ্ঞতার সার্টিফিকেট ও পাবেন।
দ্বিতীয় ওয়েবসাইটটি হল- www.ek24.in
দ্বিতীয় ওয়েবসাইট হিসেবে এটি বেশি জনপ্রিয়। – এই ওয়েবসাইটটি সম্পর্কে বিশদে আলোচনা করা হল- Work From Home Online
আর্টিকেল লেখার মাধ্যমে কিভাবে রোজগার করা যায়?
এখানে আর্টিকেল লেখার আগে আপনাকে নিয়ম বলে দেওয়া হবে, এবং কোন সময়ে আপনি লেখা দিতে পারবেন সেটা আগে থেকে বলে দিতে হবে। সেই অনুযায়ী আপনার স্লট ঠিক করা হবে।
আরও পড়ুন, মোবাইল ফোনের ক্যামেরাকে কাজে লাগিয়ে অনলাইনে ইনকাম করার সেরা উপায়।
প্রতিটি আর্টিকেল দেড় থেকে ২ পেজ এর হবে। আর্টিকেল প্রতি আপনি ৪০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাবেন। সবটাই নির্ভর করছে আপনি কতটা সুন্দর করে লিখতে পারেন। বাংলা টাইপ করে দিতে হবে। মোবাইল থেকেও দিতে পারবেন। এই ওয়েবসাইটে লিখে দ্রুত টাকা তোলা সম্ভব।
এই ওয়েবসাইট থেকেও টাকা পাওয়ার কোনও সমস্যা নেই। একজন কর্মচারী যেমন টাকা বা বেতন পান সেইরকম টাকা পাবেন। স্যালারী স্লিপ ও পাবেন। আইডিএন্টি কার্ড ও পাবেন। Work From Home Online
আপনি আর্টিকেল প্রতি, কিম্বা প্রতি সপ্তাহে কিম্বা প্রতিমাসে পেমেন্ট নিতে পারেন। একজন করমচারী হিসাবেই কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময় পর অভিজ্ঞতার সার্টিফিকেট ও পাবেন।
এছাড়া কোনো প্রয়োজন হলে ব্যক্তি ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। work from home online jobs for students
আরও জানতে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে নিচের লিঙ্কে প্রেস করে মেইল করুন। অথবা নিচে নিজের সমস্ত বায়োডাটা ও মোবাইল নম্বর দিয়ে কমেন্ট করুন।
আবেদন করতে এখানে ক্লিক করুন
আপনারা নিচে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু মোবাইল নম্বর ও ঠিকানা দেননি, তাই যোগাযোগ করা সম্ভব হচ্চে না, তাই যিনি কমেন্ট করবেন অবশ্যই মোবাই নম্বর, ঠিকানা, ও জন্ম তারিখ উল্লেখ করবেন, অভিওজ্ঞতা থাকলেও লিখবেন (মোবাইল নম্বর অন্য কেউ দেখতে পাবে না)