Jio Work From Home Pack – জিও নিয়ে এল দুটি নতুন ওয়ার্ক ফ্রম হোম প্রিপেড প্ল্যান, থাকছে অতিরিক্ত ডেটার সুবিধা।
রিলায়েন্স জিও নিয়ে এল Jio Work From Home Pack প্রিপেড প্ল্যান। ৩৬৫ দিনের নতুন দুটি প্রিপেড প্ল্যানকে ৪ জিবি ভাউচার ক্যাটাগরিতে রাখা হয়েছে। দেখা যাক কি কি সুবিধা পাওয়া যাবে।
অতিমারীর ফলে দেশের প্রায় সকল মানুষেরই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। একদিকে ব্যবসা- বাণিজ্যের অবনতি, অন্যদিকে আক্রান্তের সংখ্যা কমানোর জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর সংখ্যা নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া হয়েছিল (Jio Work From Home Pack)।
আরও পড়ুন, বর্তমানে কোন কোম্পানীর প্ল্যান সবচেয়ে সস্তা, লিস্ট দেখে নিন
অনেক কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানেও কাজ করার এই পদ্ধতিই বজায় রয়েছে। তবে ওয়ার্ক ফ্রম হোম কাজ করার জন্য সকলের বাড়িতে Wifi ব্যবস্থা রাখা সম্ভব নয়। কারণ সেটি কর্মীর বেতনের অঙ্কের ওপরও নির্ভর করে।
এখন এটা ভাবাই যায় Wifi লাগাতে কত আর খরচ পড়বে। তবে পরিবারের দায়িত্ব নেওয়ার সাথে সাথে কাজটাও সঠিকভাবে করার জন্য অনেকেই মোবাইলের সাহায্যে কাজকর্ম করে থাকেন।
প্রসঙ্গত, তার জন্য রিলায়েন্স জিও এবার নিয়ে এল Jio Work From Home Pack প্রিপেড প্ল্যান। আপনিও কি ভাবছেন জিও -এর সিম ব্যবহার করবেন? তাহলে দেখে নিন এই প্ল্যানে কত টাকা এবং কত দিনের কথা বলা হয়েছে।
রিলায়েন্স জিও-র ২৮৭৮ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিনের জন্য থাকছে। ২৮৭৮ টাকায় ব্যবহারকারীরা প্রতিদিন পাবেন ২ জিবি করে ডেটা। অর্থাৎ বছরে মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন নির্ধারিত হাইস্পিড ডেটা শেষ হলে ইন্টারনেটের গতি থাকবে ৬৪ কেবিপিএস।
রিলায়েন্স জিও-র ২৯৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানটি ব্যবহারকারীদের কাছে ২৮৭৮ টাকার তুলনায় একটু দামি। ব্যবহারকারীরা ৩৬৫ দিনের এই প্ল্যানে প্রতিদিন পাবেন ২.৫ জিবি করে ডেটা। এরপর হাইস্পিড ডেটা শেষ হলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। Jio Work From Home Pack এর ক্ষেত্রে বেশি ডেটার দরকার হলে এটি আদর্শ প্ল্যান।
বর্তমানে একজন ব্যবহারকারী হিসেবে আপনার জিও সিমের যে কোনও প্ল্যানের সঙ্গে এই প্ল্যান দুটির (Jio Work From Home Pack) মধ্যে একটিকে বেছে নিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন। চলতি প্ল্যানের ডেটা শেষ হওয়ার পর নতুন প্ল্যানটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়া বাড়িতে বসে প্ল্যানের বৈধতা শেষ হওয়ার আগে MyJio অ্যাপ বা Reliance Jio-র ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন, বিনামূল্যে বিএসএনএল 4G সিম কিভাবে পাবেন?