Small Business – সুবর্ণ সুযোগ, এবার ছোট ব্যাবসায়ী, দোকানদারদের পেনশন দেবে সরকার, কিভাবে পাবেন?

Small Business – সরকারি চাকরি নয়, এবার দোকানদারদের জন্য পেনশন প্রকল্প।

Small Business – সরকারি চাকরি করলেই পেনশন পাওয়া যায়। এত বছর ধরে সাধারণ মানুষের মনে এই বদ্ধপরিকর ধারণা ছিল। কিন্তু সময়ের সাথে এই পরিবর্তনেরও সঠিক সময় চলে এসেছে। এবার থেকে দোকানদার এবং যারা সেল্ফ এমপ্লয়েড তারাও আসবে পেনশন স্কিমের আওতায়।

কারা পাবেন এই পেনশন?

আপনার বয়স যদি ৪০-৬০ এর মধ্যে হয় এবং আপনার বার্ষিক আয় ১.৫ কোটি টাকার কম হলে এই পেনশন পেতে পারেন (Small Business Pension)। আবেদন করতে হলে সারা দেশের মোট ৩.২৫ লক্ষ পরিষেবা কেন্দ্র থেকে আপনি আবেদন করতে পারেন। আপনার ডকুমেন্ট যেমন আধার কার্ড এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন তারা মাসে তিন হাজার টাকা পাবেন

কিভাবে আবেদন করবেন

১) ইচ্ছুক ব্যাক্তিরা নিকটবর্তী পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন।
২) নিজের প্রয়োজনীয় ডকুমেন্টেগুলি অর্থ্যাৎ আধার কার্ড, সেভিংস অথবা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড অতি আবশ্যক। পাসবুকের জেরক্স অথবা বাতিল চেক নিয়ে যাবেন প্রমাণ এর জন্য।
৩) গ্রামের ছোটো দোকানদার এবং ব্যাবসায়ীরা (Small Business) এই পেনশন পাবেন।

৪) জন্মের তারিখ ভেরিফিকেশন করা হবে আধারে থাকা তারিখ দিয়ে।
৫) এই ফর্মটি সম্পূর্ণভাবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জিএসটি নাম্বার, বাৎসরিক আয়, নমিনি প্রভৃতি ফরমে উল্লেখ করতে হবে।
৬) আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনার বয়স অনুযায়ী আপনার পেনশন নির্ধারিত হবে।

আধার কার্ড কেন্দ্র খুলে ব্যাবসা করতে ক্লিক করুন

আবেদনের পর কি করবেন?

৭) অনুমোদন হয়ে গেলে আপনি টাকা পেতে শুরু করবেন।
৮) এনরোলমেন্ট ফর্মটি প্রিন্ট করে আনবেন। এটা আবার পরে সই করে স্ক্যান করে আপলোড করতে হবে পরের মাসের জন্য।
৯) আপনার ব্যাবসা পেনশন কার্ডের (Small Business Pension Card) নাম্বার দিয়ে দেওয়া হবে এবং কার্ডও পেয়ে যাবেন।

অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে Labour.gvt.in অথবা MANDHAN.in ওয়েবসাইটে লগিন করুন। যদি কোনো কারণে ষাটোঊর্ধ্বো ঐ ব্যাক্তি পেনশন চলাকালীন মারা যান তাহলে যে নমিনি থাকবে সে পঞ্চাশ শতাংশ পেনশন পাবেন।

নিয়মিত আপডেট পেতে EK24 News এর সঙ্গে থাকুন, এবং দারুন কয়েকটি ব্যাবসার (Small Business) আইডিয়া পেতে নিচের লিংক গুলো ক্লিক করুন।

পেট্রল পাম্প খুলতে চান? বিনামূল্যে টাকা, জমি ও লাইসেন্স দিচ্ছে

বাড়িতে বসেই মহিলাদের রোজগারের দারুন সুযোগ।

যে কোন চাকরিকেই পিছনে ফেলে দেবে এই ব্যবসা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment