Scholarship 2022 – উচ্চশিক্ষা প্রাপ্ত করতে হলে আজই এই তিনটি স্কলারশিপ সম্বন্ধে জেনে রাখুন।
উচ্চ শিক্ষার জন্য প্রতি বছর রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশীপ (Scholarship 2022) দিয়ে থাকে। আর এই মুহূর্তে যে সমস্ত স্কলারশীপের আবেদন চলছে, এবং কিভাবে আবেদন করবেন, দেখে নেওয়া যাক।
মেধা থাকা সত্বেও অনেকেই পারেন না পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে। পরিবারের আর্থিক অবস্থার অবনতির জন্য বেছে নিতে হয় ছোটোখাটো পেশাকে। মহামারীর ফলে দেশের প্রায় প্রত্যেক পরিবারের আর্থিক স্বচ্ছলতা অনেকটাই কমেছে। ফলে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নেওয়া বন্ধ করে দিয়েছেন। কেউ আবার কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আর ভাবছেন ভবিষ্যতে পড়াশোনা আরও এচগিয়ে নিয়ে যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি কীভাবে জোগাড় হবে। Scholarship 2022
তাহলে জেনে নিন ভারতের এই তিনটি বৃত্তি বা স্কলারশিপ এবং ফেলোশিপ প্রোগ্রাম। যেটির সাহায্যে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। মার্চ মাসের মধ্যেই পূরণ করে ফেলতে পারেন এই স্কলারশিপ এবং ফেলোশিপ প্রোগ্রামের ফর্ম (Scholarship 2022)।
১) ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি (NOS) (২০২২ – ২৩)
ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপটি হল কেন্দ্রীয় সরকারের একটি স্কিম। যেটির মাধ্যমে নিম্ন আয়ের ছাত্র-ছাত্রী যথা তফসিলি জাতি, যাযাবর এবং আধা-যাযাবর উপজাতি, ভূমিহীন কৃষি শ্রমিক এবং ঐতিহ্যবাহী কারিগর শ্রেণীকে উচ্চ শিক্ষা লাভের জন্য সুবিধা প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা –
আবেদনকারীকে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরে এপ্রিলের প্রথম দিন অনুযায়ী ৩৫ বছরের কম বয়স এবং তফসিলি জাতি (SC) বা ডিনোটিফায়েড যাযাবর উপজাতি, আধা-যাযাবর উপজাতি বা ভূমিহীন কৃষি শ্রমিক বা প্রথাগত কারিগর শ্রেণীর অন্তর্গত হতে হবে। Scholarship 2022
তার সাথে আবেদনকারী বা তার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে এবং পাশাপাশি নির্দিষ্ট করা শিক্ষাগত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে। Scholarship 2022
আবেদনকারী কি কি পেতে পারেন –
আবেদনকারী বছরে ১৫ হাজার ৪০০ মার্কিন ডলারের ভাতা এবং অন্যান্য সুবিধা পেতে পারেন।
আবেদন করার শেষ তারিখ – ৩১ মার্চ, ২০২২।
আবেদনের মোড –
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা যাবে। Scholarship 2022
আবেদনের পত্র পূরণের লিঙ্ক- https://nosmsje.gov.in/(X(1)S(021qvuo5hnlvb5plzn3brg1f))/default.aspx?AspxAutoDetectCookieSupport=1
২) চরপাক মাস্টার্স প্রোগ্রাম (২০২২)-
এটি ক্যাম্পাস ফ্রান্স ইন্ডিয়ার একটি প্রচেষ্টা। স্নাতকোত্তর ডিগ্রির জন্য এই প্রোগ্রামটির ব্যবস্থা করা হয়ে থাকে। যাতে উচ্চশিক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন সকল মেধাবি পড়ুয়ারা।
আবেদনের যোগ্যতা- আবেদনকারীর বয়স সর্বাধিক ৩০ বছর হওয়ার সাথে সাথে অবশ্যই ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিক হতে হবে। Scholarship 2022
এছাড়া আবেদনের সময় সর্বাধিক ৩ বছরের জন্য একটি কোম্পানিতে নিযুক্ত একজন তরুণ পেশাদার হতে হবে এবং ফ্রান্সে একটি কোর্স করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই একটি ভারতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।
আবেদনকারী কি কি পেতে পারেন – ৫ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি ছাড় এবং অন্যান্য সুবিধাও পেতে পারেন।
আবেদন করার শেষ তারিখ – ২৮ মার্চ, ২০২২। Scholarship 2022
আবেদনের মোড –
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা যাবে।
আবেদনের পত্র পূরণের লিঙ্ক- Scholarship 2022
https://www.inde.campusfrance.org/charpak-master-s-scholarship
৩) জেএন টাটা এনডাউমেন্ট লোন স্কলারশিপ (২০২২ – ২৩)
এটি একটি স্কলারশিপ লোণ। যেটির দ্বারা উচ্চশিক্ষা সম্পন্ন করা যায়। এটিতে আবেদনকারীরা আংশিক ভ্রমণ অনুদান বা ট্রাভেলিং এক্সপেন্সেস এবং পুরষ্কার হিসেবে একটি উপহারও পেতে পারেন। এটি অবশ্য তাদের একাডেমিক পারফর্মেন্সের সাথেই যুক্ত থাকবে।
আবেদনের যোগ্যতা-
সংশ্লিষ্ট বছরে জুনের ৩০ তারিখ অনুযায়ী সর্বাধিক ৪৫ বছর বয়স হতে হবে এবং তাকে ভারতীয় হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই একটি স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে বা ভারতের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ/প্রতিষ্ঠানে যে কোনও স্নাতক প্রোগ্রামের শেষ বর্ষে পঠনরত থাকতে হবে।
আবেদনকারীরা যদি প্রথম বছরের শেষে এবং তাঁদের বিদেশে লেখাপড়ার দ্বিতীয় বছরে প্রবেশ করে থাকেন (ফল ২০২২ স্প্রিং ২০২৩), তারাও আবেদনের যোগ্য হবেন। এক্ষেত্রে কোর্সের ন্যূনতম সময়কাল ২ বছর হতে হবে।
লোন স্কলারশিপ প্রদানের সময় সাধারণত যে কোনও ক্যালেন্ডার বছরের জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে কমপক্ষে একটি পূর্ণ অ্যাকাডেমিক বছর বাকি থাকে। আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে নূন্যতম ৬০% নম্বর পেতে হবে। Scholarship 2022
যে কোর্সে তাদের ভর্তি করা হবে তা অবশ্যই স্নাতক প্রোগ্রাম (ভারতীয় পরিভাষায় স্নাতকোত্তর) হিসাবে স্বীকৃত হবে।
আবেদনকারী কি কি পেতে পারেন – আবেদনকারীরা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বৃত্তি পেতে পারেন।
আবেদন করার শেষ তারিখ – ২১ মার্চ, ২০২২।
আবেদনের মোড- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা যাবে।
আবেদনের পত্র পূরণের লিঙ্ক- https://www.jntataendowment.org/loan-scholarship-process