Bank Interest Rates – স্টেট ব্যাংক এর দেখাদেখি সুদ বাড়ালো আরো তিনটি ব্যাংক, কত বাড়লো দেখুন।

Bank Interest Rates – সুদ বাড়ালো মোট চারটি ব্যাংক।

আপনার যদি ব্যাংকে একাউন্ট থাকে তবে আপনার জন্য দারুন সুখবর (Bank Interest Rates). অতিমারীর আবহ কটিয়ে ঘুরে দাড়াচ্ছে দেশের অর্থনীতি। তাই বাড়তে চলেছে কয়েকটি ব্যাঙ্কের সুদ। যা আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে। আর অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পরের কোয়ার্টারেও সুদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

যখন মানুষের হাতে টাকা নেই তখন ব্যাঙ্কের এই সিদ্ধান্তে (Bank Interest Rates) স্বভাবতই খুশি সকলে। তবে অবশ্যই মনে রাখবেন টাকা জমা দেওয়ার সাত দিনের মধ্যে ম্যাচিওরিটির আগে টাকা তুলতে চাইলে কিন্তু আপনি এই সুদ পাবেন না। ব্যাঙ্ক উল্টে ১শতাংশ পেনাল্টি কাটবে আপনার থেকে।

স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক সুদ বৃদ্ধির (Bank Interest Rates) ঘোষণা আগেই করেছিল এবার একই পথে হেটে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল। IndusInd Bank এর নতুন সুদের হার গত ১৪ই মার্চ ২০২২ থেকে ইতিমধ্যেই কার্জকর করে দেওয়া হয়েছে ৷

প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটির জন্য ৫ কোটি বা আরও টাকার এফডি-র সুদের হার বদল করেছে IndusInd Bank ৷ এক বছর এক মাসের বেশি এবং ১০ বছরের জন্য ১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকার মধ্যে জমা টাকায় ৪.৯ শতাংশ সুদ মিলবে (Bank Interest Rates) ৷ ১ বছর ১ মাসের উপর এবং ১০ বছরে ৫ কোটি থেকে ৫.৫ কোটি টাকা এবং ৫.৭৫ কোটি থেকে ১০ কোটি টাকার জন্য এবার থেকে ৪.৮ শতাংশ সুদ দেবে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷

১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫.৫০ কোটি থেকে ৫.৭৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Bank Interest Rates)৷ ৭ দিন থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৩.১-৩.৫ শতাংশ সুদ ৷ ৫.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার এফডি ছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১ বছরের বেশি এবং ৬১ মাসের কম এফডিতে ৪.৭ শতাংশ থেকে ৪.৮৫ শতাংশ সুদ দিচ্ছে ৷

আরও পড়ুন, স্বল্প বিনিয়োগে সবচেয়ে বেশি রিটার্ন। একবার শুরু করলে কাটবে চিন্তা মুক্ত অবসর জীবন।

অন্যদিকে ৭ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে দেওয়া হবে ৩.১ শতাংশ থেকে ৪.৭৫ শতাংশ সুদ ৷ নন উইথড্রয়েস এফডি-র জন্য ৫ কোটি টাকা থেকে শুরু হয়ে ১০০ কোটি টাকা পর্যন্ত মিলবে ৩.১ শতাংশ থেকে ৫ শতাংশ সুদের হার।

আরও পড়ুন, বড় খবর, মাধ্যমিকের ফল নিয়ে বড় ঘোষণা।

 বর্তমানে কোন কোম্পানির সিম ব্যাবহারে বেশী লাভ

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment