WB HS Exam Routine Change – ভোটের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন বদল, দেখুন বিস্তারিত।

WB HS Exam Routine Change – বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রুটিন।

মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক (WB HS Exam Routine Change) নিয়ে বিতর্ক যেন ছাড়ছেই না। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে একবার রুটিন বদল হয়েছে। আর এবার ভোটের জন্য রুটিন বদল হতে চলেছে। কোন কোন পরীক্ষা বদল হবে, দেখুন বিস্তারিত।

নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ধার্য হয়েছে। যে দিন পরিবর্তন করা সম্ভব নয়। আর সেই কারনে বদল হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয়ের সময়সূচী।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই মুহূর্তে ভোটের দিন পরিবর্তন সম্ভব নয়, তাতে সাংবিধানিক সংকট তৈরী হবে। তাই উপনির্বাচনের জন্য শেষ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Exam Routine Change) সময়সূচিই বদল করা হচ্ছে৷

এ দিন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের (শিক্ষা বিষয়ক) সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) আধিকারিকরা। পরীক্ষার সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। এবং সর্বসম্মতিক্রমে, আগামিকালই পরীক্ষার (WB HS Exam Routine Change) পরিবর্তিত সূচি জানিয়ে দেবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)৷

সংসদ জানিয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করার পর, উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷

শিক্ষা দপ্তরের তরফে নির্বাচন কমিশন কে জানানো হয়, ভোটের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, (WB HS Exam Routine Change) যা অনেক আগেই ঠিক হয়েছে৷ রাজ্যের আবেদনের পর, নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচনের দিন পিছোলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে৷ কারণ বাবুল সুপ্রিয় সাংসদ পদে ইস্তফা দেওয়ার ছ’ মাসের মধ্যে আসানসোলে ভোট করাতে হবে৷

সুতরাং নির্বাচন কমিশন যে ভোটের দিন পিছোবে না সেই ইঙ্গিত পেয়েই পরীক্ষার সূচি বদলের প্রস্তুতি নিতে শুরু করে রাজ্য সরকার৷ আর আজ বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ভোট না পিছোলে পরীক্ষাই (WB HS Exam Routine Change) পিছিয়ে দেওয়া হবে৷ আর এর পরই নতুন সূচী তৈরির প্রস্তুতি শুরু করেছে সংসদ।

উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

তবে বাধা আরেকটি রয়েছে। সেটি হলো জয়েন্ট এন্ট্রান্স। কারন জয়েন্ট পরীক্ষার সূচী আবার বদলেছে। তাই নতুন রুটি প্রকাশিত হওয়ার পর আবার যদি একই দিন মিলে যায়, তবে আবার সঙ্কট তৈরী হবে। অন্যদিকে পরীক্ষা আরও একমাস পেছনোর দাবী জানাচ্ছেন পরীক্ষার্থীরা। কারন এক সাথে এতো পরীক্ষার চাপে কার্যত তারা দিশেহারা। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এক জটিল পরীস্থিতি তৈরী হয়েছে।

পরীক্ষা শেষের আনন্দে ডিজের তালে উদ্দাম নাচ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখুন ভাইরাল ভিডিও।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment